বাংলা

সিইএলএসি’র সপ্তম শীর্ষসম্মেলনে সি চিন পিংয়ের ভাষণের উচ্চ মূল্যায়ন

CMGPublished: 2023-01-27 16:15:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৭: ২৪ জানুয়ারি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান কমিউনিটি (সিইএলএসি)-এর সপ্তম শীর্ষ সম্মেলন আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত হয়। সিইএলএসি’র সভাপতি রাষ্ট্র আর্জেন্টিনার প্রেসিডেন্ট সান্টিয়াগো কাফিয়েরোর আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং অনলাইনে শীর্ষসম্মেলনে যোগ দেন ও ভাষণ দেন।

ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের ব্যক্তিরা সি চিন পিংয়ের ভিডিও ভাষণের উচ্চ মূল্যায়ন করেছেন। তাঁরা মনে করেন, সি চিন পিংয়ের ভাষণে চীন সিইএলএসি’র ওপর গুরুত্বের কথা ঘোষণা করা হয়েছে। চীনের জন্য সিইএলএসি হলো উন্নয়নশীল দেশগুলোর ঐক্য জোরদার করা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার।

সি চিন পিং তাঁর ভাষণে বলেছেন, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ানের দেশগুলো হলো উন্নয়নশীল দেশগুলোর গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্ব প্রশাসনের ইতিবাচক অংশীদার ও অবদানকারী। এই অঞ্চল- আঞ্চলিক শান্তি রক্ষা, অভিন্ন উন্নয়ন জোরদার করা ও অঞ্চলের একীকরণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিক থেকে অধিকতর দেশ চীনের সঙ্গে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় সহযোগিতা করতে চায় এবং চীন-ল্যাটিন আমেরিকা অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলতে চায়।

পেরু’র আন্তর্জাতিক আইন ও সম্পর্ক একাডেমি’র প্রধান মিগুয়েল রদ্রিগেজ ম্যাকে সম্প্রতি বলেছেন, প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর ভাষণে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর কাছে অভিন্ন উন্নয়ন ও সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন। এটি এ অঞ্চলের দেশগুলোর জন্য চীনের সঙ্গে সহযোগিতা জোরদার ও অভিন্ন সমৃদ্ধি বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে।

যদিও চীন থেকে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলো অনেক দূরে, তবুও দু’পক্ষের ব্যাপক অভিন্ন কল্যাণকর বিষয় আছে। চীন এসব দেশের সঙ্গে বরাবরই পারস্পরিক সহযোগিতা করে। দু’পক্ষের মধ্যে সহযোগিতা হলো পারস্পরিক স্বার্থ ও অভিন্ন কল্যাণকর দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা। এ সম্পর্কে আর্জেন্টিনার প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত গঞ্জালো টর্দিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোয় সিইএলএসি’র সদস্য দেশগুলো চীনের সঙ্গে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতা করেছে এবং তা ফলপ্রসূ হয়েছে। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ নির্মাণের মাধ্যমে চীন সিইএলএসি’র দেশগুলোর আরো ভারসাম্য উন্নয়ন জোরদারের ক্ষেত্রে অবদান রেখেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn