ভিডিও-লিঙ্কের মাধ্যমে তৃণমুলের কর্মী ও জনগণকে সি চিন পিংয়ের শুভেচ্ছা জানানো প্রসঙ্গে
ফুচৌ শহরের নার্সিং হোমের সঙ্গে ভিডিও-সংযোগের সময় সাধারণ সম্পাদক সেখানকার জীবনযাত্রা, চিকিত্সার অবস্থা, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং বয়স্কদের টিকাদান সম্পর্কে জানতে চান। নার্সিং হোমের দায়িত্বশীল কর্মকর্তা তাকে জানান, চলতি বছরের বসন্ত উত্সবে মোট ২০৩ জন বৃদ্ধ-বৃদ্ধা এখানে থাকবেন। লিউ সিও লান নামের একজন বৃদ্ধা সি চিন পিংকে নিজের দৈনন্দিন জীবন সম্পর্কে ধারণা দেন।
থালিমু তেলক্ষেত্রের তেল-শ্রমিক
থালিমু তেলক্ষেত্রের তেল-শ্রমিকদের সঙ্গে ভিডিও-সংযোগের সময় সি চিন পিং অনেক প্রশ্ন করেন: উত্সবের সময় আপনারা কি পালাক্রমিকভাবে বিশ্রাম নিতে পারবেন?নববর্ষ উদযাপন করতে জিনিসপত্র কী কী কিনেছেন?বসন্ত উত্সব চলাকালে কিভাবে নিরাপদ উত্পাদন ও গ্যাসের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা যায়?
থালিমু তেলক্ষেত্রের দায়িত্বশীল কর্মকর্তা থিয়েন মেই সিয়া এসব প্রশ্নের উত্তরে বলেন, চলতি বছরের বসন্ত উত্সব চলাকালে মোট ২৮০ জন কাজ করে যাবেন। তবে তাদের জন্য বৈচিত্র্যময় খাবার ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সবাই একসাথে স্প্রিং ফেস্টিভাল গালা উপভোগ করবেন এবং ডাম্পলিং তৈরি করবেন।
চেংচৌ রেলস্টেশন
চেংচৌ রেলস্টেশনের সঙ্গে ভিডিও-সংযোগের পর সি বলেন, পরিবহন শিল্পের কর্মকর্তাবৃন্দ ও ক্যাডাররা বসন্ত উত্সবে ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিত করার ক্ষেত্রে বিশাল অবদান রেখে যাচ্ছেন। তিনি তাদের প্রশংসা করেন এবং বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান।
সিন ফা তি পাইকারী বাজারের ফল