বাংলা

ভিডিও-লিঙ্কের মাধ্যমে তৃণমুলের কর্মী ও জনগণকে সি চিন পিংয়ের শুভেচ্ছা জানানো প্রসঙ্গে

CMGPublished: 2023-01-19 16:10:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের গণমহাভবন

১৮ জানুয়ারি বেইজিংয়ের গণমহাভবন থেকে ভিডিও-লিঙ্কের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের কর্মী ও জনগণকে আসন্ন বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং।

হারবিন মেডিকেল ইউনিভার্সিটি’র প্রথম অধিভুক্ত হাসপাতাল

তিনি প্রথমে ভিডিও-লিঙ্কের মাধ্যমে যুক্ত হন হারবিন মেডিকেল ইউনিভার্সিটি’র প্রথম অধিভুক্ত হাসপাতালের সাথে। এ সময় তিনি মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলো সুবিন্যাস্ত করার পর ক্লিনিকে রোগীদের চিকিত্সা, গুরুতর রোগীদের চিকিত্সা, ওষুধের সরবরাহ ও রোগীদের সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়ার গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজখবর নেন।

ভিডিও-কলের সময় হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা সি-কে বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর এখানে চিকিত্সাপ্রাপ্ত কোভিড রোগে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা শীর্ষে পৌঁছেছিল এবং তারপরে ধীরে ধীরে হ্রাস পেয়েছে। বর্তমানে হাসপাতালে আইসিইউ শয্যার মোট ৮৫ শতাংশে রোগী আছে। এসব তথ্য শুনে সাধারণ সম্পাদক খুবই খুশি হন।

তারপর সাধারণ সম্পাদক সি ৮৩ বছর বয়সী এক রোগীর সঙ্গে কথা বলেন। ৭ জানুয়ারিতে তিনি গুরুতর নিউমোনিয়া এবং শ্বাসযন্ত্রের ব্যর্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। চিকিত্সকদের আন্তরিক চিকিত্সার কারণে বসন্ত উত্সবের আগেই তিনি হাসপাতাল থেকে বের হতে পারবেন বলে আশা করছেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করে তাকে নববর্ষের শুভেচ্ছা জানান সি চিন পিং।

ফুচৌ শহরের নার্সিং হোম

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn