চীনে ফিরে আসার ২৫ বছরে মুলভূভাগের সঙ্গে হংকংয়ের বাণিজ্যের পরিমাণ ৬ গুণ বেড়েছে
জুলাই ১: চলতি বছর হলো হংকং-এর মাতৃভূমিতে ফিরে আসার ২৫তম বার্ষিকী। গত ২৫ বছরে মূল ভূভাগ এবং হংকংয়ের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৬.১ গুণ বেড়েছে। ২০২১ সালের শেষ নাগাদ মূলভূভাগ থেকে হংকংয়ে ১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ হয়েছে; যা মূলভূভাগ থেকে বহির্বিশ্বে মোট বিনিয়োগের ৫৭.৬ শতাংশ। একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ চ্যানেল হিসাবে হংকং-এর ভূমিকা আরও উন্নত হয়েছে। আজকের সংবাদ পর্যালোচনায় এ সম্পর্কে শুনুন একটি প্রতিবেদন।