বাংলা

মঙ্গল অনুসন্ধানের এক বছরে ‘থিয়ান ওয়েন-১’ যা অর্জন করেছে

CMGPublished: 2022-05-26 12:30:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২২ সালেও ‘থিয়ান ওয়েন ১’ অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। চীনের চান্দ্রপঞ্জিকার বাঘ বছরের বসন্ত উৎসবের প্রাক্কালে, মঙ্গল গ্রহের কক্ষপথ থেকে ‘সেলফি ভিডিও’ পাঠায় ‘থিয়ান ওয়েন ১’; বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচ তারকা লাল পতাকা এবং শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিকের প্রতীককে একই ফ্রেমে বাঁধে মঙ্গলযান।

‘চীনের মহাকাশ-গবেষণা, ২০২১’ শ্বেতপত্র অনুসারে, আগামী পাঁচ বছরে চীন গ্রহ অনুসন্ধান প্রকল্প অব্যাহত রাখবে; গ্রহাণু অনুসন্ধানযান উৎক্ষেপণ করবে; পৃথিবীর কাছাকাছি গ্রহাণুর সম্ভাব্য আঘাত থেকে পৃথিবীকে বাঁচাতে একটি প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলবে; এবং মঙ্গল গ্রহ থেকে নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার কাজ চালিয়ে যাবে।

চীনের গ্রহ-অন্বেষণ প্রকল্প উন্মুক্ত। চীন সবসময় গভীর মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে। ‘থিয়ান ওয়েন ১’ মিশন বাস্তবায়নের প্রক্রিয়ায়, একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা করেছে চীন। এই প্রক্রিয়ায় ‘ইএসএ’-এর সাথে প্রযুক্তিগত সহযোগিতা চালিয়েছে চীন; অস্ট্রিয়া ও ফ্রান্সের সাথে বৈজ্ঞানিক পেলোড খাতে সহযোগিতা চালিয়েছে চীন; আর্জেটিনায় অবস্থানরত মহাকাশ স্টেশন হচ্ছে চীনের প্রথম বিদেশী গভীর মহাকাশ স্টেশন, যা ‘থিয়ান ওয়েন ১’-এর জন্য পরিমাপ ও নিয়ন্ত্রণ সহায়তা যোগায়। যুক্তরাষ্ট্রের সাথে একটি মঙ্গল অনুসন্ধান কক্ষপথ ডেটা বিনিময় ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে চীন। ভবিষ্যতেও চীনের এমন উন্মুক্ত দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn