বাংলা

মঙ্গল অনুসন্ধানের এক বছরে ‘থিয়ান ওয়েন-১’ যা অর্জন করেছে

CMGPublished: 2022-05-26 12:30:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৬: ২০২১ সালের ১৫ই মে চীনের প্রথম মঙ্গল অনুসন্ধানযান ‘থিয়ান ওয়েন-১’ সফলভাবে মঙ্গলে অবতরণ করে। সেটিই ছিল মঙ্গলে চীনের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ‘পদচিহ্ন’। তারপর এক বছরেরও বেশি সময় কেটে গেছে। উত্ক্ষেপণ, কক্ষপথে থেকে মঙ্গলকে আবর্তন, মঙ্গলপৃষ্ঠে অবতরণ, এবং মঙ্গলযানের রোভারের মঙ্গলের বুকে ভ্রমণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত পৃথিবীতে প্রেরণ—থিয়ান ওয়েন-১-এর প্রতিটি পদক্ষেপ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে।

এ পর্যন্ত ‘চু রুং’ রোভার মঙ্গলের উত্তরের নিম্নভূমির ইউটোপিয়া সমভূমিতে এক বছরেরও বেশি সময় ধরে সক্রিয় আছে এবং প্রায় ২০০০ মিটার ভ্রমণ করেছে। এসময় রোভারটি অনেক মূল্যবান বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছে।

চীনের জাতীয় মহাকাশ ব্যুরোর কিছুদিন আগে প্রকাশিত তথ্য অনুসারে, ‘থিয়ান ওয়েন-১’ মঙ্গলে অবতরণের পর বিগত এক বছরে ‘চু রুং’রোভারটি মঙ্গলগ্রহে ৩৫৬ ‘মঙ্গলদিন’ কাজ করেছে এবং মোট ১৯২১ মিটার ভ্রমণ করেছে। মঙ্গলযানের অরবিটার উৎক্ষেপণের পর থেকে ৬৬১ দিন ধরে উড়ছে এবং মঙ্গলের কক্ষপথে প্রবেশের পর থেকে রিমোট সেন্সিং প্রযুক্তির সাহায্যে মঙ্গলের বিভিন্ন স্থান শনাক্তের কাজ করছে। বর্তমানে দুটি যন্ত্রই ভাল অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত অরবিটার ও রোভার মোট ৯৪০ জিবি তথ্য পৃথিবীতে পাঠিয়েছে।

চীনের মহাকাশ-গবেষণার ইতিহাসে ‘থিয়ান ওয়েন-১’ মিশন থেকে অনেককিছুই অর্জিত হয়েছে। এবারই প্রথম চীনের কোনো যান অন্য গ্রহে পৌঁছেছে। মঙ্গলযানটি ৪০ কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীর সাথে টেলিযোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে। তা ছাড়া, এবারই প্রথম চীন মঙ্গল গ্রহ সম্পর্কে সরাসরি বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পেরেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn