সিনচিয়াংয়ে জনপ্রিয় দৃশ্য-এলাকাসমূহে ভ্রমণ
পাঁচ দিনে উত্তর সিনচিয়াংয়ের ছোট রিং রোড ট্যুর: কানাস + কেকেটুওহাই
দিন ১: উরুমছি-কেকেতুওহাই-ফুয়ুন। ফুয়ুন কাউন্টিতে অবস্থান।
দিন ২: ফুয়ুন-হেমু। হেমু প্রাকৃতিক অঞ্চলে অবস্থান।
দিন ৩: হেমু-কানাস। কানাস প্রাকৃতিক অঞ্চলে অবস্থান।
দিন ৪: কানাস-রঙিন সৈকত-বুরকিন। বুরকিন কাউন্টিতে অবস্থান।
দিন ৫: বুরকিন-শয়তানের শহর-উরুমছি।
সাত দিনের উত্তর সিনচিয়াং গ্রেট রিং রোড ট্যুর: কানাস + হেমু + ইলি + ডুকু
দিন ১: উরুমছি-রঙিন সৈকত-বুরকিন। বুরকিন কাউন্টিতে অবস্থান।
দিন ২: বুর্কিন-কানাস। কানাস প্রাকৃতিক অঞ্চলে অবস্থান।
দিন ৩: কানাস-হেমু। হেমু প্রাকৃতিক অঞ্চলে অবস্থান।
দিন৪: হেমু-ডেভিল সিটি-কারামাই। কারামাই সিটিতে অবস্থান।
দিন ৫: কারামাযই-সাইলিমু লেক-ইয়িনিং। ইয়িনিং সিটিতে অবস্থান।
দিন ৬: ইনিং-নারাতি-বায়িংব্রুক। বায়িংব্রুকে অবস্থান।
দিন ৭: বায়িংব্রুক-দুকু হাইওয়ে-উরুমছি।
প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে সিচাং’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও সিচাংয়ের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।