বাংলা

পিকিং বিশ্ববিদ্যালয়ে ‘ভারত মহাসাগরীয় অঞ্চলে বহুভাষিক ঐতিহাসিক উপকরণ এবং ঐতিহাসিক রচনা’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

CMGPublished: 2024-10-14 17:30:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবার ১৪: ‘ভারত মহাসাগরীয় অঞ্চলে বহুভাষিক ঐতিহাসিক উপকরণ এবং ঐতিহাসিক রচনা’ বিষয়ক আন্তর্জাতিক একাডেমিক সেমিনার গত শনিবার পিকিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পিকিং ইউনিভার্সিটি ওরিয়েন্টাল লিটারেচার রিসার্চ সেন্টার, পিকিং ইউনিভার্সিটি স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজ, পিকিং ইউনিভার্সিটির হিউম্যানিটিজ বিভাগ, এবং ইস্ট চায়না নর্মাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগ সেমিনারটি আয়োজিত হয়। দুদিনব্যাপী সেমিনারটি পিকিং বিশ্ববিদ্যালয়ের বিদেশী ভাষার স্কুলের নতুন ভবনে সফলভাবে উদ্বোধন করা হয়। ভারত মহাসাগরীয় অঞ্চলের বহুভাষিক এবং বহুসাংস্কৃতিক ঐতিহাসিক উপকরণ এবং ঐতিহাসিক রচনা অন্বেষণ করতে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশের সংবাদ মাধ্যমের ৬০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও পণ্ডিত ইয়ানইউয়ানে জড়ো হন।

পিকিং ইউনিভার্সিটির স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজের গবেষক চাং মিন ইউ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পিকিং ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সায়েন্সেসের ডেপুটি ডিরেক্টর এবং ডিসিপ্লিন ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক লিন ফেং মিন, পিকিং ইউনিভার্সিটির ওরিয়েন্টাল লিটারেচার রিসার্চ সেন্টার এবং স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজেসের ডিন অধ্যাপক ছেন মিং, চাইনিজ অ্যাকাডেমি অফ সোশ্যাল সায়েন্সের ইনস্টিটিউট অফ অ্যানসিয়েন্ট হিস্ট্রি রিসার্চার ইনল্যান্ড ইউরেশিয়ান রিসার্চ সেন্টারের ডিরেক্টর অধ্যাপক লি চিন সিউ এবং ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের উপ-পরিচালক চু মিং বক্তৃতা করেন।

*সভায় উপস্থিত বিশেষজ্ঞ ও পণ্ডিতদের একটি গ্রুপ ছবি

অধ্যাপক লিন ফেং মিন তার বক্তৃতায় উল্লেখ করেছেন যে, বহু-ভাষিক ও বহু-সাংস্কৃতিক মূল উৎসের উপকরণের ভিত্তিতে প্রচুর পরিমাণে কঠিন গবেষণা কাজ পরিচালনা করা, বিশেষ বিষয়ের গবেষণার উচ্চমান বিকাশ, বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার ঐতিহাসিক ঐতিহ্যকে অনুসন্ধান করা এবং জাতীয় পর্যায়ের পরিকল্পনা তৈরী করার জন্য সহায়ক। ভারত মহাসাগরীয় অঞ্চলটি প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতার আদান-প্রদানের স্থান। দেশী-বিদেশী গবেষকরা ইতোমধ্যে এই ক্ষেত্রের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার বৈচিত্রময় উপকরণ অন্বেষণের জন্য বিভিন্ন বিষয়ের গবেষকদের বিদ্যমান ফলাফলগুলোর আরো সমানে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করা উচিত।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn