বাংলা

চীনের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রসঙ্গ

CMGPublished: 2024-10-14 17:19:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বেইজিংয়ে নতুন সেমিস্টারে বাধ্যতামূলক শিক্ষায় ক্লাসে বিশ্রামের সময় বেড়েছে

চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে, বেইজিংয়ের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে, দুটি ক্লাসের মধ্যে বিশ্রামের সময় ১০ মিনিট থেকে বাড়িয়ে ১৫ মিনিট করা হয়েছে। ফলে, প্রাথমিক স্কুলে প্রতিদিন ক্লাসের মাঝখানে বিশ্রামের মোট সময় ৯০ মিনিট এবং মাধ্যমিক স্কুলে বিশ্রামের মোট সময় ১০৫ মিনিটে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীরা প্রতি দুটি ক্লাসের মাঝখানে বিশ্রামের সময় শরীরচর্চা করতে পারে এবং সহপাঠীদের সাথে খেলতে পারে। শিচিংশান এলাকায় বিভিন্ন পর্যায়ের স্কুলে সকাল ও বিকেলে দু’বার ৩০ মিনিটের বড় দুটি ব্রেকও দেওয়া হয়। নতুন সেমিস্টারে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা নতুন ক্লাসের সময়সূচিও অনুসরণ করছে। প্রতিদিন ৬টি ক্লাস, সকালে দুটি ছোট ব্রেক আর একটি ৩০ মিনিটের ব্রেক; বিকেলে সাড়ে ৩টার দিকে স্কুলের সব ক্লাস শেষ। তবে, যদি ছাত্রছাত্রীদের বাবা-মা অফিসের কাজের জন্য তাদের বাসায় নিয়ে যেতে না পারেন, তাহলে এমন শিক্ষার্থীরা স্কুলে হোমওয়ার্ক করতে বা বিভিন্ন শিল্পকলার প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারে। তাঁরা স্কুলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অবস্থান করতে পারে।

নতুন ব্রেক সময় নিয়ে শিক্ষকরা বলছেন, আগের সময়সূচিতে সকাল ও বিকালে দুটি ৫ মিনিটের ছোট ব্রেকে ছাত্রছাত্রীদের দিয়ে চোখের ব্যায়াম করানো হতো। তবে, এখন ৩০ মিনিটের দু’টি ব্রেক থাকায়, তারা সকালে খেলার মাঠে ব্যায়াম করতে পারে এবং বিকেলে শরীরচর্চা করতে পারে।

১৫ মিনিটের ক্লাস ব্রেকে আর কী কী খেলতে পারে শিক্ষার্থীরা? বেইজিং পেট্রোলিয়াম একাডেমির প্রাথমিক স্কুলে ক্যাম্পাসে নতুন করে লাইব্রেরি ও খামার নির্মাণ করা হয়েছে। ছাত্রছাত্রীরা বিশ্রামের সময় বই পড়তে পারে বা কৃষিজাত দ্রব্যের পর্যবেক্ষণ করতে পারে। ছেলে-মেয়েরা নির্দিষ্ট এলাকায় শাটলকক বা ব্যাডমিন্টন খেলতে পারে। বর্তমানে তাদের স্কুলে নতুন করে খেলার মাঠ সাজানো হয়েছে, শিক্ষাভবনের শীর্ষ তলায় দুটি ছোট খেলার মাঠ নির্মিত হয়েছে। তা ছাড়া, ক্লাসরুমে জিগস পাজলসহ বিভিন্ন খেলনা ও কার্টুনের বই পাওয়া যায়।

বাচ্চারা ১৫ মিনিটের বিশ্রামের সময় বেশ পছন্দ করে। অনেকে বলে, আগে ১০ মিনিট যথেষ্ঠ ছিল না। যদিও মাত্র ৫ মিনিট বেড়েছে, তবে এ সময় অনেককিছু করা যায়। ব্রেকের সময় বাড়াতে শিক্ষার্থীরা ক্লাসে অধিক মনোযোগও দিতে পারছে।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn