বাংলা

জনগণের রাজনীতি: দেশের মানুষকে ভালোবাসুন, প্রতিভাবানদের মূল্যায়ন করুন

CMGPublished: 2024-09-07 19:13:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বস্তুত, জনগণ ও নেতার সম্পর্ক যেন নৌকা ও পানির মধ্যে সম্পর্কের মতো। পানি নৌকাকে ভাসিয়ে রাখতে পারে, আবার ডুবিয়েও দিতে পারে। এ সম্পর্ক মহাবিশ্বের কঠোর নিয়ম অনুসরণ করে। একটি দেশের রাজা বা শাসক হিসাবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, জনগণই সাফল্য বা ব্যর্থতার ভিত্তি। অতএব, আপনি যদি দেশকে ভালোভাবে পরিচালনা করতে চান এবং জনগণের সমর্থন পেতে চান, তবে আপনাকে অবশ্যই জনগণকে মূল্য দিতে এবং তাদেরকে ভালোবাসতে হবে। কীভাবে মানুষকে গুরুত্ব দিতে হবে এবং ভালোবাসতে হবে সে সম্পর্কে সিউনজি আমাদের একটি স্পষ্ট নির্দেশনাও দিয়েছেন। আর সেটি হল: "প্রতিভাবান মানুষ নিয়োগ দিতে হবে ও সাফল্য অর্জন করতে হবে।” গুণী ও প্রতিভাবানদের নির্বাচন ও নিয়োগ করতে হবে এবং গুণ ও নৈতিকতার শক্তির ওপর নির্ভর করে জনগণকে সেবা দিতে হবে।

সিউনজির মতে, রাজনীতির উদ্দেশ্য হল, সুশাসনের মাধ্যমে জনগণের জন্য একটি সুখী ও সুন্দর জীবন তৈরি করা। শুধুমাত্র একজন ব্যক্তি বা একটি নির্দিষ্ট ব্যবস্থার দ্বারা সুশাসন অর্জন করা যায় না। শুধুমাত্র দেশের শাসন ব্যবস্থায় মেধা ও মেধাসম্পন্ন গুণী মানুষদের নিয়োগ দিয়ে আমরা সুশাসন অর্জনের জন্য সর্বাধিক পরিমাণে প্রজ্ঞা ও শক্তি সংগ্রহ করতে পারি। চূড়ান্ত বিশ্লেষণে, গুণী ব্যক্তিরা শাসকদের সেবা করেন না, বরং জনগণের সেবা করেন। প্রতিভা নির্বাচন এবং নিয়োগ জনগণকে ভালোবাসার প্রতীক।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn