বাংলা

চীন-কাজাখস্তান তরুণদের মধ্যে বিনিময়ের নতুন সেতু

CMGPublished: 2024-07-09 12:06:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“সুন্দর।" গানটি শোনার পরে, প্রেসিডেন্ট সি চিন পিং আনন্দের সাথে বাচ্চাদের প্রশংসা করেছিলেন।

"হ্যালো, প্রিয় দাদা সি চিন পিং! কাজাখস্তানের আস্তানায় স্বাগতম!” কাজাখস্তানের ছোট মেয়ে তালিয়া এবং ছোট ছেলে আমির খান, দুজনেই এ বছর ১০ বছর বয়সী, সাবলীল চীনা ভাষায় প্রেসিডেন্ট সি চিন পিংকে হ্যালো বলেন। "আমরা আপনার সঙ্গে দেখা করতে পেরে খুশি হয়েছি, আমরা আপনাকে পছন্দ করি!"

"ধন্যবাদ"। প্রেসিডেন্ট সি চিন পিং শিশুদেরকে বলেন। প্রেসিডেন্ট সি চিন পিংও প্রেসিডেন্ট তোকায়েভকে বলেন: "তারা খুব সাবলীলভাবে কথা বলেছে।"

"তুমি চীনা ভাষা শিখলে কোথায়?"

"আমি যখন ছোট ছিলাম তখন চাইনিজ ভাষা শিখতে শুরু করি। কারণ, আমি বড় হওয়া পর, চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই।" আমির খান বিনা দ্বিধায় দাদা সিকে বলেছিলে: "আমি আস্তানায় জন্মেছি এবং ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ও আমার স্বপ্ন। আমি প্রোগ্রামিং পড়াতে চাই।"

প্রেসিডেন্ট সি চিন পিং শিশুদের প্রশংসা করেন: "আমি আন্তরিকভাবে কামনা করছি যে, তোমরা ভবিষ্যতে একটি ভাল বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। চীনের বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে স্বাগতম।"

"ধন্যবাদ, সি দাদা! আমরা আপনাকে ভালোবাসি!"

首页上一页...4567 7

Share this story on

Messenger Pinterest LinkedIn