বাংলা

চীন-কাজাখস্তান তরুণদের মধ্যে বিনিময়ের নতুন সেতু

CMGPublished: 2024-07-09 12:06:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

"এটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার মৌসুম এবং গ্রীষ্মের মাঝামাঝি সময়ে আস্তানায় ভর্তির অবস্থা সম্পর্কে খোঁজ নিতে দু’শতাধিক কল করা হয়েছে।"

এই শরত্কালে প্রায় একশ’ কাজাখ যুবক এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট তোকায়েভের নতুন অ্যালামনাই হবে।

দুই রাষ্ট্রপ্রধানের যত্ন ও সমর্থনে, বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি কাজাখস্তানের প্রকল্প, চীন ও কাজাখস্তানের মধ্যে দ্বিতীয় যৌথ বিশ্ববিদ্যালয়, স্থিতিশীলভাবে অগ্রসর হচ্ছে, দুই দেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের বিনিময়, পারস্পরিক শিক্ষা এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য আরেকটি সেতু গড়ে উঠছে।

"আমরা যৌথভাবে দুই দেশের সাংস্কৃতিক কেন্দ্র এবং বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের কাজাখ শাখার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আমরা বিশ্বাস করি যে, এটি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে।" প্রেসিডেন্ট সি চিন পিং ৩ জুলাই আস্তানায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে তোকায়েভ এর সঙ্গে দেখা করার পর একটি যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

নয় মাস পর প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট তোকায়েভের মধ্যে এটাই প্রথম বৈঠক। ২০২৩ সালের অক্টোবরে, প্রেসিডেন্ট তোকায়েভ চীন সফর করেন এবং তৃতীয় "বেল্ট অ্যান্ড রোড" আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষসম্মেলনে যোগ দেন। এই সময় তিনি বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন, যেখানে তিনি ৪০ বছর আগে পড়াশোনা করেছিলেন। বিশ্ববিদ্যালয় পরিচালনায় চীন-কাজাখস্তান সহযোগিতার পরিকল্পনা সম্পর্কে জানার পর, তিনি সহজেই তার সমর্থন ব্যক্ত করেন।

৩ জুলাই আস্তানার প্রেসিডেন্সিয়াল প্যালেসে, দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ডুয়ান পেং এবং কাজাখস্তানের আস্তানা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রিন্সিপ্যাল ইলসালিয়েভ যৌথভাবে ক্যাম্পাসটির উন্মোচন উপলক্ষ্যে লাল আবরণ উন্মোচন করেন।

1234...全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn