বাংলা

চীন-কাজাখস্তান তরুণদের মধ্যে বিনিময়ের নতুন সেতু

CMGPublished: 2024-07-09 12:06:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“আমাদের দুজনের একসঙ্গে কাজ করার জন্য এটি একটি দারুণ সময়।" ডুয়ান পেং বলেছেন।

"চীনে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন দ্রুত বিকাশ লাভ করছে, এবং এই ক্ষেত্রে ভবিষ্যতের সহযোগিতার দিকনির্দেশনা রয়েছে যা আমরা খুব গুরুত্ব দিই" কাজাখস্তানের বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রী, যিনি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি সাংবাদিকদের এ-কথা বলছিলেন। নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির কাজাখস্তান শাখা সুষ্ঠুভাবে কাজ করছে, বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটির কাজাখস্তান শাখাও শুরু হয়েছে, এটি "কাজাখস্তান-চীন সহযোগিতার বিশাল সম্ভাবনা সম্পূর্ণরূপে প্রদর্শন করে।"

প্রেসিডেন্ট তোকায়েভ ২০২৩ সালে দুবার চীন সফর করেন। গত বছরের মে মাসে সিআনে, চীন ও কাজাখস্তানের রাষ্ট্রপ্রধানরা যৌথভাবে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির কাজাখস্তান শাখা প্রতিষ্ঠা-সহ একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। আজ, বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা তাদের প্রথম শিক্ষাবর্ষ শেষ করেছে।

"তরুণরাই চীন ও কাজাখস্তানের স্থায়ী বন্ধুত্বের উত্তরাধিকারী।" সেদিন প্রেসিডেন্ট তোকায়েভের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ তাত্পর্যের ওপর জোর দিয়েছিলেন।

"আমি বিশ্বাস করি যে, শেখার এবং পারস্পরিক আদান-প্রদানের ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে, কাজাখস্তানের তরুণ প্রজন্ম কাজাখস্তান ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে একটি নতুন শক্তিতে পরিণত হবে।" গত বছরের অক্টোবরে চীন সফরের সময়, প্রেসিডেন্ট তোকায়েভ বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে দু’দেশের তরুণদের নিয়ে উচ্চ আশা জানিয়েছিলেন।

প্রেসিডেন্ট সি চিন পিং এবার কাজাখস্তান সফরের সময়, জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের সুসংবাদ আসতে থাকে। যেমন- চীন কাজাখস্তানে একটি দ্বিতীয় লুবান ওয়ার্কশপ খোলার সিদ্ধান্ত নিয়েছে, এবং কাজাখস্তান সক্রিয়ভাবে আগামী বছর "চীনে ভ্রমণ বর্ষ" আয়োজন করবে। দু’দেশ শিক্ষা ও সংস্কৃতির মতো মানবিক খাতে স্থানীয় সহযোগিতা এবং বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করবে।

首页上一页12345...全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn