বাংলা

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের চীন সফর

CMGPublished: 2024-05-15 19:23:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বাংলাদেশের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন: বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিব জনাব এম. তোফাজ্জেল হোসেন মিয়া, নৌ পরিবহন অধিদপ্তরের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তফা কামাল, পরিকল্পনা কমিটি, ভৌত অবকাঠামো বিভাগের সচিব ডঃ মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, পানি সম্পদ বিভাগের সচিব জনাব নাজমুল আহসান, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB) মহাপরিচালক জনাব মুহাম্মদ আমিরুল হক ভূইয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নদী প্রকল্পের ভারপ্রাপ্ত সচিব একেএম মনিরুজ্জামান।

অনুষ্ঠানে এডিবি-র চীনে স্থায়ী মিশনের পরিচালক সাফদার পারভেজ এবং ব্যাংকের বাংলাদেশের স্থায়ী মিশনের পরিচালক এডিমন গিনটিং এবং উপ-পরিচালক নিং চিয়াং পো অংশগ্রহণ করেন।

সিজিটিএন’কে দেওয়া এক সাক্ষাত্কারে এডিবি-র বাংলাদেশের স্থায়ী মিশনের পরিচালক এডিমন গিনটিং বলেন:

অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু বিভাগের পরিচালক পানিসম্পদ বিশেষজ্ঞ এউ শিওন ইয়ে, বিশ্বব্যাংকের প্রধান পানিসম্পদ বিশেষজ্ঞ লি শিয়াও খাই, এবং এশিয়া অবকাঠামো উন্নয়ন ব্যাংকের (AIIB) অবকাঠামো বিনিয়োগ বিভাগের বিনিয়োগ অপারেশন বিশেষজ্ঞ রোনাল্ড মুয়ানা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করেন।

অনুষ্ঠানে যোগে দেওয়ার পর বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিব জনাব এম. তোফাজ্জেল হোসেন মিয়া বলেন:

বেইজিংয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়া, তারা চৈংচৌ এবং উহান শহর সফরের পরিকল্পনা করেন। চীনের ইয়াংজি ও হুয়াংহ্য নদী অঞ্চলের পরিবেশ রক্ষা, নদী-ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন কার্যক্রম দেখে, তাঁরা বাংলাদেশের জন্য উপকারি অভিজ্ঞতা ও তথ্য সংগ্রহ করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn