বাংলা

কেন চীনা বাবা-মারা বাচ্চাদের ওপর রাগ করেন?

CMGPublished: 2024-04-29 15:00:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বাচ্চার সবকিছুতেই দোষ ধরতে যাবেন না। কিছু কিছু দোষত্রুটি উপেক্ষা করুন, যদি তা তেমন মারাত্মক না হয়। সবসময় বাচ্চার পিছনে লেগে থাকলে, তার দোষত্রুটি খুঁজে বের করলে, স্বাভাবিকভাবেই সে বিরক্ত হবে এবং আপনার সাথে স্বাভাবিক ও সুন্দর সম্পর্ক গড়ে উঠবে না। আপনি যে তার ভালোর জন্যই বলছেন, তা তাকে বুঝতে দিন।

পরিবারে সবসময় শান্তিপূর্ণ ও আনন্দদায়ক পরিবেশ বজায় রাখা সম্ভব নয়। তবে, যত বেশি করে নিজের নেতিবাচক মেজাজ নিয়ন্ত্রণ করা যাবে, ততই মঙ্গল। যদি কখনও রেগে যানও, পরে বাচ্চার সঙ্গে তার কারণ ব্যাখ্যা করুন, তাকে বুঝতে দিন যে আপনার এভাবে রেগে যাওয়া ঠিক হয়নি। মনে রাখবেন, বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ সবসময় ভালো ফল দেয়।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn