একজন কর্মকর্তা হিসাবে, ব্যক্তিগত লাভের চেষ্টা করা উচিত না
প্রাচীন ও আধুনিক সময়ে, দেশে ও বিদেশে, যদিও সামাজিক পরিবেশ এবং ব্যবস্থাগুলিও খুব আলাদা, সাধারণভাবে, সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান লোকেরাই নেতা হয়। আইন প্রণয়নের ক্ষেত্রে এসব রাজনীতিবিদদের মূল উদ্দেশ্য হল আইনের শাসন ব্যবহার করে দেশকে ভালোভাবে পরিচালনা করা এবং সমাজে ন্যায়সঙ্গত পরিবেশ বজায় রাখা। অতএব, তাদের আইন মানার প্রয়োজনীয়তা এবং আইন ভঙ্গের গুরুতর পরিণতি অন্য সবার চেয়ে ভালভাবে জানার কথা। যাইহোক, একটি দেশের আইনের শাসনের অবক্ষয় প্রায়শই শুরু হয় যখন শাসক নিজেই আইনের শাসনকে দুর্বল করে এবং তার আইনি মর্যাদাকে ক্ষুণ্ণ করে। তাদের অবৈধ আচরণ তাদের নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, বা সবচেয়ে খারাপভাবে একটি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। ইতিহাসে এ ধরনের ট্র্যাজেডি অগণিতবার ঘটেছে, এবং বলতেই হয় যে এটা খুবই দুঃখজনক।
চীনের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক রাজা হলেন পরাধীনতার রাজা, রাজা জৌ। মানব ইতিহাসে লিখিত রেকর্ড-সহ প্রাচীনতম সভ্য দেশ হিসাবে, শাং রাজবংশ রাজা জৌ-এর সময় পর্যন্ত শত শত বছর ধরে টিকে ছিল। এ সময়, শাং রাজবংশের একটি সমৃদ্ধ জাতীয় শক্তি, একটি উন্নত ব্রোঞ্জ উত্পাদন শিল্প এবং লেখার একটি সম্পূর্ণ ব্যবস্থা ছিল- ওরাকল হাড়ের শিলালিপি। রাজা জৌ নিজে কোনোভাবেই একজন অযোগ্য রাজা ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী ও বাগ্মী। শুধু তাই নয়, তার শক্তিশালী শরীর, চমত্কার মার্শাল আর্টও ছিল এবং হিংস্র জন্তুর সঙ্গে লড়াই করার সাহস ছিল। তিনি একবার জুই উপজাতিকে আক্রমণ করেন। এজন্য তিনি একটি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং যুদ্ধে সাহসের পরিচয় দিয়েছিলেন। ব্যক্তিগত যোগ্যতার দিক থেকে সমগ্র রাজবংশের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের কাউকেই তাঁর সঙ্গে তুলনা করা যায় না। যৌক্তিকভাবে বলতে গেলে, আপাতদৃষ্টিতে জ্ঞানী এই রাজার পক্ষে শাং রাজবংশের গৌরব অব্যাহত রাখা কঠিন নয়। দুর্ভাগ্যবশত, রাজা জৌ যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছিলেন এবং জনগণকে নিষ্ঠুর নির্যাতনের শাস্তি প্রণয়ন করেছিলেন। সাধারণ মানুষ বাধ্য হয়ে রাজা ঝৌয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এতে রাজা জৌ-এর হাতে শত শত বছরের শাং রাজবংশের ভিত্তি ধ্বংস হয়ে যায়।