বাংলা

সি চিন পিংয়ের ভিয়েতনাম সফর ২০২৩—ডংসিং বন্দরে খাঁটি ভিয়েতনামের স্বাদ

CMGPublished: 2023-12-19 18:12:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

লাইট রেল লাইন ২ হ্যানয়ের অনেক অঞ্চলের মধ্য দিয়ে গেছে। শহরের প্রধান সড়ক চেন ফু রোডের দুই পাশে আপনি এক নজরে চাইনিজ ব্র্যান্ডের অনেক বিলবোর্ড দেখতে পাবেন। চাইনিজ কোম্পানির তৈরি স্মার্টফোন এবং বৈদ্যুতিক সাইকেলই হোক বা চাইনিজ মিল্ক চা চেইন স্টোর এবং স্পোর্টসওয়্যার ব্র্যান্ড হোক- সেসব ভিয়েতনামের গ্রাহকদের অনেক পছন্দের। এসব চীন-ভিয়েতনাম অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময়ের জনপ্রিয়তা ও সমৃদ্ধির সাক্ষী।

ভিয়েতনাম যাওয়া অনেক চীনা পর্যটক যারা ভিয়েতনামে আসেন তারা জানেন যে হ্যানয়ে একটি "ওয়েস্ট লেক"ও রয়েছে, যা হাংচৌতে ওয়েস্ট লেকের মতো এবং এটি শহরের একটি প্রতীক। এখানে বসন্তে পিচ ফুল ও গ্রীষ্মে পদ্মফুল ফোটে। যা পর্যটকদের দারুণভাবে টানে।

ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন ব্যুরোর উপ-পরিচালক হো ভ্যান চাও বলেন যে, হ্যানয় ও চীনের হাংচৌতে একটি সুন্দর পশ্চিম হ্রদ রয়েছে এবং দুটি শহরের একটি বিশেষ লক্ষ্য রয়েছে। সমৃদ্ধ পর্যটন সম্পদ দুই জায়গার মানুষকে উপকৃত করে নি, বরং পাশাপাশি দুই দেশের উদ্যোগের মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতার সুযোগ তৈরি করেছে।

চীন ও ভিয়েতনামের মধ্যে সাংস্কৃতিক বিনিময় দুই দেশের জনগণের বন্ধন উন্নত করে

১৫ বছর আগে চীন ও ভিয়েতনাম একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করে। এরপর থেকে, দুই দেশের মধ্যে মানবিক ক্ষেত্রে বিনিময় ক্রমশ গভীর হয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে দূরত্ব কমেছে।

চীন ও ভিয়েতনাম পাহাড় ও নদী দিয়ে সংযুক্ত এবং চীন ও ভিয়েতনামের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে প্রাকৃতিক সুবিধা রয়েছে। "জার্নি টু দ্য ওয়েস্ট", "রোম্যান্স অফ দ্য থ্রি কিংডম", "ওয়াটার মার্জিন" এবং "এ ড্রিম অফ রেড ম্যানশনস" সহ চারটি প্রধান চীনা ক্লাসিক থেকে অভিযোজিত টিভি সিরিজ ভিয়েতনামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

首页上一页...234567全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn