বাংলা

শিয়াও ওয়েন রাজার সংস্কার: হান জাতির কাছ থেকে শিক্ষাগ্রহণ

CMGPublished: 2023-12-15 17:10:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্রাট শিয়াওওয়েন একবার তার মন্ত্রীদের কাছে তার চিন্তাভাবনা মন খুলে বলেছিলেন: সম্রাট হিসাবে, কেন আমাকে কেন্দ্রীয় সমভূমিতে থাকতে হবে? আমি আমার বংশধরদের কথা ভাবছি এবং আশা করছি যে, তারা ধীরে ধীরে ভালো প্রথার প্রভাব গ্রহণ করবে এবং আরও জ্ঞানী হবে। তারা যদি পুরানো জায়গায় বসবাস করত এবং এমন একজন রাজার সাথে দেখা করত যে সংস্কৃতি ও শিক্ষার চর্চা করে না, তাহলে তা কি দেয়ালের বিরুদ্ধে দাঁড়ানোর মতো হতো না?

একটি যাযাবর জাতির পক্ষে হান সংস্কৃতির প্রভাব না মেনে কেন্দ্রীয় সমভূমি শাসন করা খুবই কঠিন হতো। সম্রাট শিয়াওওয়েনের বীরত্বপূর্ণ চেতনা "যদি হাজার হাজার লোক না বলে, আমি যাব" এবং তার সংস্কারের অদম্য সাহস অবশেষে উত্তর ওয়েই রাজবংশকে অভূতপূর্ব সাফল্য অর্জনে সক্ষম করে তোলে।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn