বাংলা

শাং ইয়াং-এর সংস্কার: সুশাসনের জন্য আইন পরিবর্তন

CMGPublished: 2023-11-17 19:26:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অন্যদিকে, নতুন আইনের সামনে সবাই সমান, তারা অভিজাত হোক স্বাধারণ মানুষ হোক, ধনী হোক গরীব হোক। ঐতিহাসিক গ্রন্থে লিপিবদ্ধ আছে যে, ছিন রাজপুত্র আইন লংঘন করেছিলেন। যেহেতু তিনি সিংহাসনের উত্তরাধিকারী, যাকে সরাসরি শাস্তি দেওয়া যায় না। কিন্তু শাং ইয়াং তাকে সতর্ক করার জন্য তার দুই শিক্ষককে কঠোর শাস্তি দেন। এটি আগে কখনও ঘটেনি। অতএব, ছিন রাজ্যের প্রত্যেকেই আইনের শক্তি জানত এবং আইন অনুসরণ করতে লাগলো। দশ বছর পর, জনগণের জীবন আরও সুখের হয়ে ওঠে। তখন অবস্থা এমন হয়েছিল যে, কেউ রাস্তা থেকে কোনো জিনিস তুলে নিতো না, পাহাড়ে কোনও চোর থাকতো না। প্রায় সবাই সমৃদ্ধ হয়। পুরো জনপদ এক শান্তিপূর্ণ পরিবেশ বাস করতে থাকে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn