বাংলা

‘প্রতিবেশী ধ্বংস মানে নিজের ধ্বংস’

CMGPublished: 2023-10-01 17:30:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সমসাময়িক চীন তার কূটনৈতিক উন্নয়ন কাঠামো হিসাবে "বড় শক্তিগুলো চাবিকাঠি, প্রতিবেশী দেশগুলো অগ্রাধিকার, উন্নয়নশীল দেশগুলো ভিত্তি, এবং বহুপাক্ষিকতা গুরুত্বপূর্ণ মঞ্চ"-এর নীতি গ্রহণ করেছে এবং বিশ্বব্যাপী অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। "সম্পর্ক কাজে বা দূরে থাকার কারণে ভিন্ন হয় না, আমরা হাজার হাজার মাইল দূরে থাকলেও প্রতিবেশী হতে পারি।" চীন তার প্রতিবেশীদের ভালো বন্ধু ও অংশীদার হতে চায়, প্রতিবেশীসুলভ বন্ধুত্বকে সুসংহত করতে চায়, পারস্পরিক কল্যাণকর সহযোগিতাকে গভীরতর করতে চায়, নিজের উন্নয়নের সুযোগ প্রতিবেশী দেশগুলোর সাথে শেয়ার করতে চায়। চীন দৃঢ়ভাবে ন্যায়বিচারের সঠিক ধারণাকে মেনে নিয়ে, সক্রিয়ভাবে উন্নয়নশীল দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে, নিজের ক্ষমতার মধ্যে সর্বোত্তম সহায়তা দিতে, এবং জয়-জয় নীতির ভিত্তিতে নতুন ধরণের সম্পর্ক গড়ে তুলতে চায়।

বিশ্বায়নের এ যুগ আন্তঃসংযোগের যুগ। কোনো দেশ এর বাইরে থাকতে পারে না। বন্ধ দরজার আড়ালে সমৃদ্ধির চেষ্টা অবৈজ্ঞানিক ও তা টেকসই নয়। নতুন পরিস্থিতিতে বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় যৌথ আলোচনার মাধ্যমে সক্রিয়ভাবে হাত মেলানো সকল দেশের জন্য বুদ্ধিমানের কাজ।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn