‘প্রতিবেশী ধ্বংস মানে নিজের ধ্বংস’
তাই জিনের রাজা শুন শিকে পাঠালেন। শুন শি ইউ রাজ্যে পৌঁছালেন এবং বললেন: "জি রাজ্য ইউ রাজ্য আক্রমণ করার সময় জিন রাজ্য প্রতিহত করতে সহায়তা করেছিল। এখন গুও রাজ্য কোনো আন্তর্জাতিক নৈতিকতা মেনে চলে না এবং জিন রাজ্যের দক্ষিণ সীমান্ত আক্রমণ করে। অনুগ্রহ করে আমাদের আপনার দেশের একটি রাস্তা ব্যবহার করতে দিনি, যাতে আমরা গুও রাজ্যের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারি। আমরা যুদ্ধের ঘোড়া ও মূল্যবান পাথর দিয়ে আপনাকে ধন্যবাদ জানাতে চাই।" জিন রাজা এতো উদার শুনে, ইউ রাজা আনন্দের সাথে জিনের উপহার গ্রহণ করেন এবং জিনের সাথে গুও রাজ্য আক্রমণ করতে ইচ্ছুক হন। একই বছরের গ্রীষ্মে, জিন এবং ইউ একসাথে গুও আক্রমণ করে এবং গুওর শিয়াইয়াং শহর দখল করে। গুও রাজ্য শিয়াইয়াং শহরকে হারালে, জিন রাজ্যের বিরুদ্ধে তার প্রতিরক্ষামূলক বাধা হারানোর সমতুল্য ছিল এবং দেশটি বিপদে পড়েছিল।
৬৫৫ খ্রিস্টপূর্বাব্দে, জিন রাজ্য আবার ইউ রাজ্যের কাছে গুও রাজ্য আক্রমণ করার জন্য ইউ রাস্তা ব্যবহার করার অনুমতি চায়। ইউ রাজ্যের মন্ত্রী গং জি ছি তীব্র আপত্তি জানান। তিনি ইউ রাজাকে বোঝানোর চেষ্টা করেন: "গুও রাজ্য ইউ রাজ্যের সীমানায় রয়েছে এবং ইউ রাজ্যের প্রতিবেশী। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ আদান-প্রদান রয়েছে। একবার গুও রাজ্য ধ্বংস হয়ে গেলে, ইউ রাজ্য অবশ্যই বিপড়ে পড়বে। ইউ রাজ্য এবং গুও রাজ্য যেন ঠোঁট ও দাঁতের মতো সম্পর্ক। যদি ঠোঁট অনুপস্থিত থাকে তবে দাঁতগুলো ঠান্ডায় উন্মোচিত হবে এবং অবশেষে তাদের কার্যকারিতা হারাবে।" কিন্তু ইউ রাজা একগুঁয়ে ছিলেন এবং জিন দূতের অনুরোধে রাজি হয় গেলেন। গং জি ছি ইউ রাজার কাজে অত্যন্ত হতাশ ছিলেন, তাই তিনি ইউ দেশ ছেড়ে চলে যান।
খ্রিস্টপূর্ব ৬৫৫ সালের শীতকালে জিন রাজ্য গুও রাজ্যকে ধ্বংস করে দেয়। জিন বাহিনী বিজয়ী হয়ে ফিরে আসে এবং ইউ রাজ্য আক্রমণ করার সুযোগ নেয়। ইউ রাজা অদূরদর্শী ছিলেন এবং ভূ-রাজনীতি বুঝতেন না। তিনি বুঝতে পারেননি যে, দেশের স্থিতিশীল উন্নয়ন তার প্রতিবেশীদের সাথে সম্প্রীতি থেকে অবিচ্ছেদ্য। তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে সক্রিয়ভাবে অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলেননি। পরিবর্তে, তিনি জিনকে তার প্রতিবেশীদের আক্রমণ করতে সাহায্য করেছিলেন। শেষ পর্যন্ত তিনি নিজেও জিন রাজার বন্দী হলেন। একজন বুদ্ধিমান রাজা সর্বদা তার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করার এবং ভালো বিশ্বাস ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বোত্তম চেষ্টা করবেন।