বাংলা

চায়না পাবলিশিং হাউস পানামা আন্তর্জাতিক বই মেলায়

CMGPublished: 2023-09-05 10:22:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা-জাপান সাংস্কৃতিক বিনিময় দূত এবং জাপানি সন্ন্যাসী কুকাইয়ের ১২৫০তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে সম্প্রতি টোকিও অপেরা সিটি কনসার্ট হলে একজন চীনা সুরকারের রচিত সিম্ফনি "কুকাই" বাজানো হয়েছিল।

সিম্ফনিটি জাপানি সন্ন্যাসী কুকাইয়ের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং তা চীন ফিলহারমনিক অর্কেস্ট্রার কম্পোজার-ইন-রেসিডেন্স জৌ ইয়ে’র রচিত। পারফরম্যান্সের রাতে, চায়না ফিলহারমনিক অর্কেস্ট্রার প্রধান কন্ডাক্টর ইয়ু লং কনসার্টটির নেতৃত্ব দেন। ফিলহারমনিক অর্কেস্ট্রা এবং লানচৌ কনসার্ট হল যৌথভাবে ছয়-আন্দোলন "কুকাই" পরিবেশন করে, যা চীন ও জাপানের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানে হাজার হাজার বছর ধরে দেখা যায়।

পরিবেশনার পর দর্শকরা করতালিতে ফেটে পড়েন। একজন সংগীত প্রেমী হিবিকি সুজুকি প্রতিবেদককে বলেন যে, এটি একটি দুর্দান্ত কাজ, যা দারুণ স্পর্শকাতর এবং তিনি আশা করেন যে জাপানে আরও চীনা সংগীত দল তা পরিবেশন করবে।

৮০৪ খ্রিস্টাব্দে, কুকাই ধর্ম সন্ধানের জন্য জাপানের থাং রাজবংশে পাঠানো একজন দূতের সঙ্গে বিখ্যাত মন্দির পরিদর্শন করেন এবং তারপর জাপানে চীনা সাহিত্য, ক্যালিগ্রাফি এবং অন্যান্য জ্ঞান ছড়িয়ে দিতে জাপানে ফিরে আসেন।

চায়না ফিলহারমোনিক অর্কেস্ট্রার প্রধান লি নান বলেন, সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংগীতের কোনো জাতীয় সীমানা নেই। ভবিষ্যতে, অর্কেস্ট্রা সংগীতের মাধ্যমে চীন ও জাপানের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করতে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা হবে।

"কুকাই" ১৬ আগস্ট সন্ধ্যায় কিয়োটোতে তার জাপান সফর শুরু করে এবং টোকিও এই জাপান সফরের শেষ ঠিকানা।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn