বাংলা

নির্দিষ্টভাবে স্নাতক শিক্ষার্থীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রসঙ্গ

CMGPublished: 2023-07-31 15:11:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন কর্মসংস্থানের জন্য চলতি বছর থেকে চীনের বিভিন্ন প্রদেশের বিভিন্ন সরকারি বিভাগের যৌথ প্রয়াসে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও কোম্পানির নির্দিষ্ট চাহিদা মেটাতে, বিভিন্ন সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যাতে উপযোগী দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া যায় এবং স্নাতক শিক্ষার্থীদের চাহিদাও মেটানো সম্ভব হয়। আজকের অনুষ্ঠানে আমরা চীনের স্নাতক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে কিছু আলোচনা করবো।

চীনের ছোংছিং মহানগরের জ্বালানিসম্পদ কারিগরি কলেজের ক্লাউড কম্পিউটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চৌ চিয়ে মনোযোগ দিয়ে কম্পিউটারের সামনে বসে বিভিন্ন ছবি মার্ক করেন। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনে কলেজটি তাদের পেশাদার পরীক্ষা ও পেশার সম্ভাবনা নিয়ে গবেষণা করেছে। এর ফলে শিক্ষার্থী চৌ চিয়ে এআই প্রযুক্তির মৌলিক তথ্য পরিসংখ্যানের সাথে জড়িত কাজে যথেষ্ট দক্ষতা অর্জন করে। সংশ্লিষ্ট প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার পর তিনি কর্মসংস্থানের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দক্ষতা দিন দিন উন্নত হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে ছোংছিং জ্বালানিসম্পদ কলেজ এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতায় কর্মসংস্থান প্ল্যাটফর্ম গড়ে তুলে, ব্যাপকসংখ্যক দক্ষ ও সেরা প্রযুক্তিকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কলেজের দায়িত্বশীল কর্মকর্তা জানান, তথ্য-উপাত্ত মার্ক করা দেখতে যতটা সহজ আসলে ততটা সহজ নয়। এআই প্রযুক্তির মৌলিক তথ্য-পরিষেবা শিল্পের উন্নয়নের গতি দ্রুত এবং চাহিদাও বেশি। তবে, অতীতকালে স্কুলের সংশ্লিষ্ট পড়াশোনার বিষয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর নির্দিষ্ট চাহিদা মেটাতে সক্ষম ছিল না। তাই, স্কুল ও কোম্পানির সহযোগিতায় সংশ্লিষ্ট ইন্টারশিপ ঘাঁটি স্থাপিত হয়েছে। এখন শিক্ষার্থীরা চাকরিতে যোগ দেওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে পারে।

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn