বাংলা

চীনের সিছুয়ান প্রদেশের তালিয়াং পাহাড়ের ক্লিফ গ্রামের প্রাথমিক স্কুল প্রসঙ্গ

CMGPublished: 2023-07-10 15:05:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সিছুয়ান প্রদেশের তালিয়াং পাহাড়ের চাওচুয়ে জেলার লেয়ার গ্রামের প্রাথমিক স্কুলের আরেকটি ডাক নাম ‘ক্লিফ গ্রামের প্রাথমিক স্কুল’। কারণ এ স্কুল তালিয়াং পাহাড়ের কোলে অবস্থিত। আর এই পাহাড়ি গ্রামটি চাওচুয়ে, লেইপো ও মেইকু—এই তিনটি জেলার সংযোগস্থলে অবস্থিত। এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক কঠোর। ক্লিফ গ্রামের লোহাসিড়ির নিচে নির্মিত এ স্কুলটি।

চলতি বছরের মে মাসে এ স্কুল অন্য জায়গায় স্থানান্তর করা হয়। স্কুলের স্বেচ্ছাসেবক শিক্ষক কাও চুয়ান স্কুলের ছাত্রছাত্রীদের কার্যকলাপের মোট ২৫৭টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এসব ভিডিও ক্লিপ নেটিজনদের দৃষ্টি আকর্ষণ করে। টানা ৫ বছর ধরে ক্লিফ গ্রামের প্রাথমিক স্কুলে কাজ করার পর শিক্ষক কাও ছাত্রছাত্রীদের কাছ থেকে বিদায় নেন। আজকের অনুষ্ঠানে আমরা ক্লিফ গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক কাও এবং তাঁর ছাত্রছাত্রীদের গল্প তুলে ধরবো।

২০১৮ সালে শিক্ষক কাও চুয়ান চাওচুয়ে জেলার অদূরে ক্লিফ গ্রামের প্রাথমিক স্কুলে যোগ দেন। গত ৫ বছরে তিনি ২৫৭টি ভিডিও শুট করেন। এসব ভিডিওতে এখানকার ছাত্রছাত্রীদের চমত্কার জীবন রেকর্ড করেন তিনি। চলতি বছরের মে মাসে এ স্কুল নতুন জায়গায় স্থানান্তর করা হয় এবং স্কুলের পুরনো ঠিকানাও ইতিহাসে পরিণত হয়। শিক্ষক কাও ছাত্রছাত্রীদের কাছ থেকে বিদায় নেন। তিনি গত ৫ বছরের শিক্ষকতার জীবনের অভিজ্ঞতা সাংবাদিকদের সাথে শেয়ার করেন।

শিক্ষক কাওয়ের একটি ভিডিওতে দেখা যায় অনেক ছাত্রছাত্রী তাঁর পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। আসলে, তারা শুধু শিক্ষক কাওয়ের সঙ্গ চায়। তাই তাঁর হাত ধরে তারা অনর্থক সব প্রশ্ন করে চলে। কয়েকটি মেয়ে খেলার মাঠে বসে কাওয়ের চুলে বিনুনি বানায়। ভিডিও পোস্টের সময় শিক্ষক কাও লেখেন, ‘যদিও সারাদিন ধরে ছাত্রছাত্রীদের সাথে সময় কাটানো একটু ক্লান্তিকর, তবে তাদের হাঁসিমুখ দেখে ভালো লাগে।’

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn