বাংলা

চীনের জাতীয় প্রবীণ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা প্রসঙ্গ

CMGPublished: 2023-05-08 16:04:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনে প্রবীণদের সংখ্যা দ্রুত বাড়ছে। তাই, প্রবীণদের অবসর জীবনে পড়াশোনার চাহিদা মেটানো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। চীনের ওপেন বিশ্ববিদ্যালয়ের সিপিসি’র সম্পাদক চিং ত্য কাং বলেন, চীনে প্রবীণ বিশ্ববিদ্যালয়ের আওতা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। তবে, শহর ও গ্রামাঞ্চলের মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে। গ্রামাঞ্চলে এ খাতে শিক্ষকের অভাব স্পষ্ট। আছে বাজেট সমস্যাও।

এসব সমস্যা মোকাবিলায় ২০২১ সালের নভেম্বর মাসে চীনের বিভিন্ন এলাকায় প্রবীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা শুরু হয় এবং বয়স্ক চীনাদের জন্য শিক্ষাসম্পদ ও পরিষেবা প্ল্যাটফর্ম গড়ে তোলার নির্দেশ দেয় চীন সরকার। চলতি বছরের মার্চ মাসে জাতীয় প্রবীণ বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে চালু হয় এবং সেটি চীনের শিক্ষাব্যবস্থার আরেকটি উন্নয়নমূলক পদক্ষেপ।

জানা গেছে, নতুন প্রতিষ্ঠিত জাতীয় প্রবীণ বিশ্ববিদ্যালয় চীনের ওপেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার ভিত্তিতে প্রবীণ শিক্ষার্থীদের পড়াশোনা, প্রশিক্ষণ, সামাজিক পরিষেবা ও আন্তর্জাতিক বিনিময়ে ভুমিকা পালন করবে। এর সঙ্গে সঙ্গে চীনের বিভিন্ন পর্যায়ের প্রবীণদের শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রবীণ বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষাসম্পদ সরবরাহ, শিক্ষাসংশ্লিষ্ট পরামর্শ প্রদান, ও গণপরিষেবা দেবে। আর এর উদ্দেশ্য, গোটা চীনে প্রবীণদের শিক্ষা পরিষেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা।

৬৩ বছর বয়সী চাং লি সিয়া কুয়াংচৌ শহরের ওপেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। মার্চ মাসে তিনি অনলাইনে ওপেন বিশ্ববিদ্যালয়ের ‘ক্লাউড ক্লাস’ নিবন্ধনের তথ্য দেখে আবেদনপত্র জমা দেন। অবসর সময়ে তিনি গান গাওয়া ও সংগীত তত্ত্বজ্ঞান শেখার ক্লাস বেছে নিয়েছেন। অনলাইন ক্লাসের সময় নমনীয়, তাই বাসায় মোবাইল ফোনের মাধ্যমে তিনি ক্লাসে যোগ দিতে পারেন এবং ক্লাসের ভিডিও বারবার দেখতে পারেন। তা ছাড়া, স্কুল প্রবীণ শিক্ষার্থীদের জন্য অফলাইনের বিনিময় অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। এভাবে শিক্ষার্থীরা মুখোমুখি শেখার অনুভূতিও একে অপরের সাথে শেয়ার করতে পারেন।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn