গ্রামাঞ্চলের উন্নয়নে উচ্চশিক্ষিত যুব-গবেষক ছেন লিউ পিংয়ের প্রচেষ্টা
লিউ পিং তখন গ্রামবাসীদের মনে আস্থা সৃষ্টি করতে, ছিংফেং জেলার কৃষি শিল্প পরিষেবার সাহায্যে একটি পরীক্ষামূলক দল গঠন করেন। তুয়ান গ্রামে একটি মিষ্টি আলু পরীক্ষামূলক ঘাঁটি স্থাপিত হয়। বীজ প্রজনন, বিনা খরচের মেশিনচাষ, সম্পূর্ণ প্রক্রিয়ার চাষ প্রযুক্তির পরামর্শ, এবং ফসল সংগ্রের পর নির্দিষ্ট দামে ক্রয়সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে, স্থানীয় গ্রামবাসীদের আয় বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে তিনি সফল হন।
বর্তমানে ছেন লিউ পিংয়ের মিষ্টি আলু চীনের ২০টিরও বেশি শহরে বিক্রি হয়। তাদের মিষ্টি আলু কেবল স্বাদে ভালো নয়, বরং সুগন্ধযুক্ত এবং সহজে কীটপতঙ্গে আক্রান্ত হয় না। তাঁর প্রভাবে এখন ছিংফেং জেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয় এবং এ থেকে বছরে আয় হয় ৩০ কোটি ইউয়ান।
এখন ছেনের কোম্পানিতে গম ও মিষ্টি আলু চাষাবাদের সম্পূর্ণ চেইন গঠিত হয়েছে। এখানে বার্ষিক গমবীজ উত্পাদন হয় এক কোটি কেজির বেশি এবং মিষ্টি আলুর বীজ উত্পন্ন হয় ১৫ লাখ কেজির বেশি। কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারের সাথে সহযোগিতায় বিভিন্ন সেরা বীজ প্রজনন ও গবেষণার কাজ অব্যাহতভাবে চলছে। ফলে কোম্পানিতে দেশি-বিদেশি সেরা গমবীজের প্রজাতির ধরণ ১০০০টিরও বেশি।
নিজের কোম্পানির উন্নয়ন সম্পর্কে ছেন লিউ পিং বলেন, “একা একা সমৃদ্ধ হওয়া বড় ব্যাপার নয়। আমার জন্মস্থানের গ্রামবাসীদের সুখী ও সমৃদ্ধ জীবন আমার কাছে অতি গুরুত্বপূর্ণ ব্যাপার।” তাঁর কোম্পানিতে স্থানীয় ৩০০ জনেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তা ছাড়া, বিভিন্ন কৃষি প্রশিক্ষণ ক্লাসের মাধ্যমে তিনি কৃষকদের জন্য বিনা খরচে বিভিন্ন প্রজনন ও চাষাবাদের নতুন তত্ত্ব শিখিয়ে দেন। সেটিও স্থানীয় কৃষিশিল্পের উন্নয়নে ইতিবাচক ভুমিকা রাখছে। তাঁর সহায়তা ও প্রশিক্ষণে স্থানীয় কৃষকদের গম উত্পাদনও ব্যাপকভাবে বেড়েছে। তাদের বার্ষিক আয়ও দেড় কোটি ইউয়ানে উন্নীত হয়েছে।