বাংলা

সাক্ষাত্কার: চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি’র সদস্য--স্যু ফেং ছিন

CMGPublished: 2023-03-14 15:32:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আমরা যখন কম্বোডিয়া গিয়েছিলাম, তখন দেশটিতে মহামারীর শীর্ষ অবস্থা চলছিল। কম্বোডিয়ার স্বাস্থ্যমন্ত্রী ম্যাম বুনহেং (Mam Bunheng) বলেন, কম্বোডিয়ায় কোভিডের চিকিত্সার ক্ষেত্রে, ঐতিহ্যবাহী চীনা ওষুধ বাড়িতে একটি অপরিহার্য পণ্য এবং আপনার সঙ্গে থাকা উচিত। তার কথাগুলো আমার মনে গভীর ছাপ ফেলে। সেই সময়, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন আমাদের চীনা মেডিসিন বিভাগ পরিদর্শন করেন। সেদিন আমাদের চীনা মেডিসিন বিভাগের যাত্রা শুরু হয়। সেই সময়, আমাদের মেডিকেল টিম নিয়ে কম্বোডিয়ার সংবাদ কভারেজ ছিল একটি ঘূর্ণায়মান লাইভ সম্প্রচার। সে সময় প্রধানমন্ত্রী হুন সেনও আশা করেন যে, ঐতিহ্যবাহী চীনা ওষুধ কম্বোডিয়ায় স্থায়ী হতে পারে এবং কম্বোডিয়ার জনগণকে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা দিতে পারে। তাই অনেক কম্বোডিয়ান চীনা ওষুধ, বিশেষ করে আকুপাংচার অভিজ্ঞতা নিতে আসে। আমরা স্বাধীনভাবে কম্বোডিয়ায় একটি বহুভাষিক এবং সময়-বিভাগে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম তৈরি করি। সেদিন থেকেই আমাদের সব আকুপাংচার অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ বুকিং হয়ে যেত। এতে দেখা যায় যে, তারা আমাদের আকুপাংচার এবং আমাদের ম্যাসেজ নিয়ে বিশেষভাবে আগ্রহী। আমাদের একজন অর্থোপেডিক ডাক্তারও আছেন যিনি ম্যাসেজ করেন। রাজপরিবারের একজন সদস্য ছিলেন, যিনি পিঠের ব্যথা নিয়ে হুইলচেয়ারে বসে এসেছিলেন। তবে, তিনি শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী চীনা ওষুধের ম্যাসেজ পেয়ে উঠে দাঁড়ান।

তিনিও আমাদের প্রচারে খুব ভাল সহায়তা দিয়েছেন এবং প্রচুর রোগী নিয়ে এসেছেন। এ ছাড়া, আরও একজন রোগী ছিলেন যিনি বহু বছর ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন। তিনি ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিন বিভাগে আসেন এবং এক দফা চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। তারপর তিনি নিজেই একটি নিবন্ধ লিখেন এবং যা কম্বোডিয়ান সংবাদপত্রে প্রকাশ হয়। চীনা ওষুধ কম্বোডিয়ায় খুব জনপ্রিয় হয়ে ওঠে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn