বাংলা

অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ২০২৩ নববর্ষ উদযাপন

CMGPublished: 2023-01-10 16:35:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আইচি প্রিফেকচারের গভর্নর হিদেকি ওমুরা বলেন, আইচি প্রিফেকচার বসন্ত উৎসবের মতো কার্যক্রমের মাধ্যমে চীনের সব অংশের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার আশা করছে।

টোকিওতে চাইনিজ ট্যুরিজম অফিস ইভেন্টের অন্যতম প্রদর্শক। অফিসের পরিচালক ওউ-ইয়াং আন বলেন, বসন্ত উৎসব উদযাপন উপভোগ করা জাপানিদের জন্য চীনা সংস্কৃতি বোঝার ভালো সুযোগ। তিনি আশা করেন, এই কার্যক্রমের মাধ্যমে আরও বেশি জাপানি মানুষ চীন ভ্রমণে আকৃষ্ট হবে এবং সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে।

এবারের অনুষ্ঠান আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

‘দ্য থ্রি-বডি প্রবলেম’-এর জাপানি সংস্করণের অনুবাদক তোয়া তাচিহারার একান্ত সাক্ষাৎকার

চীনা বিজ্ঞান কল্পকাহিনীর লেখক লিউ সিক্সিনের ‘দ্য থ্রি-বডি প্রবলেম’ সিরিজের উপন্যাসের জাপানি সংস্করণের প্রযোজক এবং অনুবাদক তোয়া তাচিহারা সম্প্রতি বলেছেন যে, ২০২৩ সালে জাপানে চীনা বিজ্ঞান কল্পকাহিনীর কাজের সঙ্গে সম্পর্কিত আরও প্রকল্প চালু হবে। এটা আশা করা যায় যে, জাপানি ও চীনা পাঠকরা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বোঝাপড়া বাড়ানোর একটি সেতু হিসাবে বিজ্ঞান কল্পকাহিনী ব্যবহার করতে পারে।

একজন জাপানি বিজ্ঞান কথাসাহিত্যিক হিসেবে, তোয়া তাচিহারা জাপানে চীনা কল্পবিজ্ঞানের কাজ অনুবাদ ও প্রবর্তনের জন্য নিজেকে নিয়োজিত করেছেন। বিশ্বে ‘থ্রি-বডি প্রবলেম’ সিরিজ প্রচারে তার অসামান্য অবদানের জন্য, তিনি, ‘থ্রি-বডি প্রবলেম’ সিরিজের জাপানি সংস্করণের প্রকাশনা দল এবং অন্যান্য অনুবাদকরা গত মাসে ১৩তম সায়েন্স ফিকশন ‘স্টার ব্রিজ অ্যাওয়ার্ড’ জিতেছেন।

‘বিজ্ঞান কথাসাহিত্যের একজন অনুরাগী হিসাবে, আমি এই উচ্চ মূল্যায়ন পেয়ে সম্মানিত।’ তাচিহারা সিনহুয়া বার্তা সংস্থার সঙ্গে এক লিখিত সাক্ষাত্কারে বলেন, তার দায়িত্ব জাপানে চীনা বিজ্ঞান কথাসাহিত্য এবং চীনে জাপানি কল্পবিজ্ঞানের কাজ প্রচার করা।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn