বাংলা

"গানের বই" কত সুন্দর?

CMGPublished: 2023-01-07 20:34:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অথর্াত: কপাল মোটা ও চওড়া, ভ্রু সরু ও বাঁকা, সুদর্শন মুখ ও সুন্দর হাসি, এবং সরস চোখ মিলিয়ে অসাধারণ মোহনীয়।

কেউ কেউ বলেন: আমি যে হাজার নদী আর পাহাড় দেখেছি তা তোমার মিষ্টি হাসির মতো সুন্দর হতে পারে না। যদি একজন ব্যক্তির মুখে সবসময় হাসি থাকে, এমনকি বৃদ্ধ বয়সেও তাকে দেখে আনন্দ বোধ হয়। তাই জীবনে যত বাধাই আসুক না কেন, অনুগ্রহ করে হাসি মুখ দিয়ে তা জয় করুন।

সাধারণমানুষেরচোখেভালপ্রেমমানেকী?এউদ্ধৃতিদেখুন:“关关雎鸠,在河之洲。窈窕淑女,君子好逑。”《周南·关雎》

অথর্াত: নদীর মাঝখানে একটি ছোট দ্বীপে ওসপ্রেস একে অপরের সাথে গান গায়। একজন গুণী ও সুন্দরী নারী একজন ভদ্রলোকের ভালো জীবনসঙ্গী।

একটি চলচ্চিত্রে বলা হয়েছে: "কিছু মানুষ সদাশয়, এবং কিছু লোক দাম্ভিক। কিন্তু একদিন, আপনি এমন একজন ব্যক্তির দেখা পাবেন, যিনি রংধনুর মতো সুন্দর। আপনি যখন এই ব্যক্তির সাথে দেখা করবেন, তখন আপনি অন্য মানুষকে ভুলে যাবেন।"

প্রাচীনচীনেসবচেয়েরোমাঞ্চকরপ্রেমকীরকমছিল?এউদ্ধৃতিদেখুন:“死生契阔,与子成说。执子之手,与子偕老。”《邶风·击鼓》

অথর্াত: আমি একবার তোমার কাছে শপথ করেছিলাম যে, জীবন বা মৃত্যু যাই হোক না কেন, আমার মন কখনই পরিবর্তন হবে না। আমি তোমার হাত শক্ত করে ধরে রেখে তোমার সাথে বৃদ্ধ হতে চাই।

হাত ধরে সারা জীবন কাটানো এক ধরণের প্রেম, একে অপরের সাথে জীবনের সব ধরণের উঠানামো একসাথে কাটানোর পরও চিরকাল সঙ্গী হয়ে থাকবে এক ধরণের প্রেম এবং জীবন-মৃত্যুর অঙ্গীকার করাও এক ধরণের প্রেম। এই পৃথিবীতে, পারস্পরিক নির্ভরতা বলা হয় সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং গভীর ভালবাসা। এই পৃথিবীতে আপনি কী চান? জীবন-মরণে সঙ্গ দিতে রাজি কেউ থাকলে এই জীবনই যথেষ্ট।

জাতিবারাষ্ট্রেরকোনোবড়সংকটদেখাদিলেকিভাবেমোকাবেলাকরাযায়?এউদ্ধৃতিদেখুন:“岂曰无衣?与子同裳。王于兴师,修我甲兵。与子偕行!”《秦风·无衣》

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn