বাংলা

সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদন এবং চীনের তরুণ শিক্ষক ও শিক্ষার্থী

CMGPublished: 2022-11-07 16:24:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পৃথিবী ও মহাশূন্য বিজ্ঞান একাডেমির গবেষক, যুব শিক্ষক হাও জি হুয়া বলেন, মহাশূন্যের বিভিন্ন গবেষণায় আরও বেশি প্রচেষ্টা চালাবো, যাতে দেশের গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তির চাহিদা মেটানো সম্ভব হয়। স্বাধীন গবেষণার মাধ্যমে কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি আয়ত্ব করতে হবে। আর এভাবেই উচ্চমানের বিজ্ঞান ও প্রযুক্তিগত স্বাধীনতা ও স্বাতন্ত্র্য অর্জন করা সম্ভব।

চিলিন বিশ্ববিদ্যালয়ের পৃথিবী অনুসন্ধান বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমির যুব অধ্যাপক মা কুও ছিং বলেন, সংগ্রামী পথ কখনো শেষ হয় না। আমি এবং আমার গবেষকদল আরো বেশি কেন্দ্রীয় প্রযুক্তি অর্জনের ওপর মনোযোগ দেবো, যাতে এ খাতের নতুন অগ্রগতি অর্জনে দেশকে সাহায্য করতে পারি।

সমাজতান্ত্রিক শক্তিশালী দেশ গঠন এবং চীনা জাতির মহান পুনরুত্থান একটি রিলে দৌড়ের মতো। কেবল দেশের নির্দেশনা ও চাহিদা বিবেচনা করে এ মহান আদর্শ ও কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব। সেটি ব্যাপক চীনা যুবকদের অভিন্ন আশাবাদ।

সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে যুবকদের কাজের ওপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। সিপিসি’র বিজ্ঞানসম্মত তত্ত্ব যুবকদের অনুপ্রেরণা যোগাতে পারে। প্রেসিডেন্ট সি সবসময় দেশের উন্নয়ন ও জাতীয় পুনরুত্থানের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন। এটা চীনা যুবকদের স্বপ্নে পরিণত হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মের যুবকদের প্রচেষ্টায় ২০৪৯ সালে চীনের সমাজতন্ত্রের আধুনিকায়ন লক্ষ্যমাত্রা কেবল একটি কথা নয়, বরং বাস্তব দৃশ্যে পরিণত হবে।

আধুনিক চীনের যুবকদের জন্য দেশের উন্নয়নে তাদের দক্ষতা প্রদর্শনের মঞ্চ অনেক বিস্তৃত হয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনাও এখন উজ্জ্বল। বেইজিং নোর্মল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়োং কুও জিন বলেন, আমি একটি মহান যুগে বাস করছি। তাই আমার জানা জ্ঞান আর অর্জিত দক্ষতা দিয়ে ভালো করে শিক্ষকতার কাজ করবো। এভাবে আরো বেশি শ্রেষ্ঠ শিক্ষার্থীকে আমরা প্রশিক্ষণ দিতে পারি।

চীনের ইনার মঙ্গোলিয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থী উ রি না বলেন, আমার মেজর জাতিতত্ত্ব। স্নাতক হওয়ার পর আমি জন্মস্থানের জনগণের সুখী জীবন বাস্তবায়নে প্রচেষ্টা চালাবো। বিভিন্ন জাতির ঐক্য ও অগ্রগতিতে আমার অবদান রাখতে হবে।

ফুচিয়ান প্রদেশের মিনচিয়াং একাডেমির কাপড় ও শিল্পকলা একাডেমির চতুর্থ বর্ষের শিক্ষার্থী লান ইয়ু ইং বলেন, সমাজের প্রয়োজনীয় দক্ষ ব্যক্তি হতে হবে। এ নতুন যুগে দক্ষ ব্যক্তিদের জন্য মঞ্চ বিস্তৃত। তাই আমরা অনেককিছু করতে পারি।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn