বাংলা

ইরানের যুবক: আমি নিংবোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চাই

CMGPublished: 2022-06-21 16:30:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“২০১০ সালে যখন আমি প্রথমবার চীনে আসি, তখন আমি কুয়াংচৌতে গিয়েছিলাম, আমার খুব ভাল লেগেছিল। কারণ, আমি এই জায়গায় আগে যাইনি। সেখানকার মানুষ ও সেখানকার সংস্কৃতি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, অনেক ভাল লেগেছিল। ২০১৩ সালে আমি চীনে আসার সিদ্ধান্ত নেই। কুয়াংচৌতে এসে চীনা ভাষা শিখেছি এবং ২০১৪ সালে ধীরে ধীরে আমার ব্যবসা শুরু করি।”

বর্তমানে ইসান নিংবোতে একটি লিফট বিক্রয় ব্যবস্থাপনায় নিযুক্ত আছেন। চীনে বহু বছর ধরে বৈদেশিক বাণিজ্যে কাজ করার পর, ইসান মনে করেন যে চীনের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হয়েছে এবং চীনা উত্পাদন বিদেশে আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।

ইসানের বাবা-মাও এখন তার সাথে নিংবোতে থাকেন। তিনি বলেন, তার একটি ‘চীনা পেট’ রয়েছে এবং তিনি ও তার পরিবার ঐতিহ্যবাহী চীনা উত্সবগুলির প্রাণবন্ত পরিবেশ উপভোগ করে। তিনি বলেন,

“আমি সিছুয়ান রন্ধনপ্রণালী পছন্দ করি, আমি ক্যান্টনিজ খাবার পছন্দ করি এবং আমি সারা চীন থেকে বিভিন্ন সুস্বাদু খাবার পছন্দ করি। সত্যি কথা বলি, আমার প্রিয় হলো চীনা ডাম্পলিং, বিশেষ করে চীনের উত্তর-পূর্বাঞ্চলের ডাম্পলিং। আমার মা মনে করেন যে- চীনা নববর্ষের পরিবেশ খুব ভাল, আমাদের নিজস্ব নববর্ষও খুব প্রাণবন্ত। আমি মনে করি চীনের একটি বিশাল জনসংখ্যা রয়েছে এবং সবাই একসাথে আছে। আমি মনে করে এটি প্রাণবন্ত থাকার শক্তি।”

ইসান বলেন যে, তিনি ভবিষ্যতে চীনে আরও ব্যবসা করবেন এবং বসবাস করবেন। তিনি আশা করেন- আরও বেশি ইরানি চীনে ভ্রমণ করবে ও বসবাস করবে। যাতে দু’দেশের জনগণ একে অপরকে আরও ভালভাবে জানতে পারে এবং বন্ধুত্ব আরও গভীর হয়। জিনিয়া/তৌহিদ

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn