বাংলা

সাহিত্য ও সংস্কৃতি-China Radio International

criPublished: 2021-01-05 12:38:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'সাহিত্য ও সংস্কৃতি'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু জিনিয়া।

মুলান হোমস্টে ২০২০

২০২০ সালের জানুয়ারির শেষ দিকে, চীনের ইয়াসি নদীর দক্ষিণে বিখ্যাত জল শহর ঝাউজুয়াংয়ে হঠাৎ নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী মুলান হোমস্টের ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবসায়িক কাজ ব্যাহত করে। মালিক চেন জিয়ানের চারটি দোকান এক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যায়। গত অক্টোবরে খোলা নতুন স্টোর এটি। চেন জিয়ানের স্ত্রী চাও হং বলেন, "কোনও পর্যটক ছিল না। ঝাউজুয়াং একটি ভূতের শহরে পরিণত হয়। আমাদের সব আদেশ বাতিল হয়ে যায়। চেন জিয়ান এতে আরও বেশি উদ্বিগ্ন হন।"

চেন বলেন, "এটি আড়াই মাস ধরে বন্ধ রয়েছে। মহামারী পর্যটন শিল্পকে সবচেয়ে বেশি আঘাত হেনেছে। নতুন দোকানে অনেক বড় বিনিয়োগ ছিল এবং হোমস্টেতে এককালীন বিনিয়োগ করা হয়েছিল"। কোম্পানির সবচেয়ে কঠিন সময়ও চেন জিয়ান তার কর্মচারীদের বরখাস্ত করেনি, তবে তাদের বেতন-ছুটি নিতে দিয়েছিলেন। তিনি বলেন,

"আমি আমার কর্মচারীদের সঙ্গে নিয়ে সমস্যাগুলো কাটানোর চেষ্টা করেছি। তাদের প্রাথমিক জীবনের গ্যারান্টি দেওয়া দরকার, তবে সুবিধাগুলি কিছুটা কমানো হয়েছিল।"

এই আড়াই মাসে চেন জিয়ানকে নতুন দোকান সংস্কারের জন্য ভাড়া দিতে হয় এবং ঋণও পরিশোধ করতে হয়। এ ছাড়া, তাকে কর্মীদের অর্থ প্রদান করতে হয় এবং এজন্য প্রচণ্ড চাপ অনুভব করতে হয়েছিল। সৌভাগ্যক্রমে যখন তিনি সবচেয়ে কঠিন সময়ে ছিলেন, তখন কুনশান সিটি সরকার তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তিনি জানান, "কুনশান ট্যুরিজম অ্যান্ড রিসর্ট আমাদের কঠিন সময় কাটিয়ে ওঠার তহবিল দিয়েছিল। বর্তমানে এটি দুই মাসের ভর্তুকি এবং মহামারী পরিস্থিতি অনুসারে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়।"

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn