বাংলা

ইসরাইলের প্রকাশক রবি-China Radio International

criPublished: 2020-12-29 10:53:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ইসরাইলে ‘দ্য রোড টু চায়না’ এবং ‘চায়না চয়েস’সহ নানা বই প্রকাশিত হয় এবং তাদের নিজস্ব ওয়েবসাইটে বইগুলো বিক্রিও হয়।

২০১৯ সালে, রবি চীনের তিনটি প্রকাশনা সংস্থার সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। তিনি মনে করেন, চীনকে সঠিকভাবে বুঝতে হলে বিদেশিদের লেখা বই নয়, বরং চীনা মানুষের লেখা বই পড়তে হবে। তিনি বলেন,

‘যদি কেউ আসল চীন সম্পর্কে জানতে চায়, তবে তার উচিত এই বইগুলি পড়া। এসব বইয়ের লেখক প্রকৃত চীনের প্রতিনিধিত্ব করেন। তাই, কোনও দেশ বোঝার এটিই সর্বোত্তম ও সম্ভবত শ্রেষ্ঠ উপায়। এই দেশের মানুষদের লেখা এবং তাদের সংস্কৃতি সম্পর্কে রচিত বইগুলো পড়া উচিত। এই বইগুলো থেকে আমি চীন সম্পর্কে অনেক কিছু জানতে পারি, যা এর আগে কখনও জানতাম না এবং সেসব তথ্য আমার কাছে খুব আকর্ষণীয় বলে মনে হয়েছে। আমি আশা করি, আরও চীনা বই হিব্রু ভাষায় অনুবাদ করা হবে এবং ইসরাইলে তা প্রকাশিত হবে। আমার লক্ষ্য ইসরাইল ও চীনের মধ্যে দূরত্ব কমানো এবং প্রত্যেকের জন্য সাধারণ মঞ্চ প্রতিষ্ঠা করা। আমি মনে করি, সংস্কৃতি মানুষকে সংযুক্ত করার শ্রেষ্ঠ সেতু। আপনি যদি কোনও দেশ বা জাতির সংস্কৃতি বুঝতে না পারেন, তবে তাদের সঙ্গে সহযোগিতা করা আপনার জন্য অনেক কঠিন হবে।’

যেসব চীনা বই প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হতে চলেছে সে সম্পর্কে কথা বলার সময় রবি বলেন যে, প্রতিটি বই তার নিজের সন্তানের মতো এবং সে প্রতিটি বইই খুব পছন্দ করে।

আমি প্রতিটি বই খুব পছন্দ করি। কিছু বই চীনের অর্থনীতি প্রবর্তন করে, কিছু বই চীনের ইতিহাস ও সংস্কৃতি প্রবর্তন করে এবং কিছু বই চীনা কৃষকদের সমসাময়িক আধুনিক কৃষির অবস্থা তুলে ধরেছে- যা অনেক আকর্ষণীয়। আমি যখন ছেংদুতে ছিলাম তখন আমি চীনের সমৃদ্ধি দেখেছিলাম।’

রবি নিজেও একজন লেখক। নিজে কবিতা লেখার পাশাপাশি তিনি তাঁর মেয়ের সঙ্গে দুটি বই রচনা করেছিলেন যা চীনে প্রকাশিত হয়েছে। চীনের সঙ্গে ভবিষ্যত সহযোগিতার কথা বলার সময় রবি বলেন যে, চীন নিয়ে তার অনেক স্বপ্ন আছে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn