বাংলা

চীন, মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির সহযোগিতা বসন্ত উত্সব গালা জিয়াংসু প্রদেশের কুনশানে অনুষ্ঠিত হয়েছে-China Radio International

criPublished: 2020-12-15 14:16:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

"চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের অভিনেতাদের পরিবেশনা আমার মনে গভীর ছাপ ফেলেছে। আমি আগে কখনও তা দেখি নি। আমি মনে করি, সংস্কৃতি প্রতিটি দেশের সেরা ‘রাষ্ট্রদূতের’ ভূমিকা পালন করে। আমি এই গালা উপভোগ করছি। আশা করি, এরকম একটি বিশেষ, অসামান্য সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের আরও বেশি সুযোগ পাবো।” চীনে স্লোভাকিয়ার রাষ্ট্রদূত দুসান বেলা এমনটিই বলছিলেন।

এই গালায় অংশ নেওয়া চীনা ও বিদেশি অভিনেতারা ভবিষ্যতে চীন, মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা বাড়ানোর লক্ষ্যে চীন ও বিদেশের মধ্যে আরও সাংস্কৃতিক সহযোগিতা এবং বিনিময় কার্যক্রমে অংশ নেওয়ার আশা প্রকাশ করেন।

কুনশান খুন থিয়েটার অভিনেতা ঝাং ইউ বলেন, "আমি এই চীন, মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির বসন্ত উত্সবের গালায় অংশ নিতে পেরে খুব আনন্দিত। এটি একটি ভালো সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম। আমি আশা করি, ভবিষ্যতে এ ধরণের আরও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আয়োজন করা হবে, যাতে আমাদের আন্তর্জাতিক বন্ধুরা আরও চীনা সংস্কৃতি উপভোগ করতে পারবে।"

"শিল্প আসলে একটি খুব ভাল দৃষ্টিকোণ। ভবিষ্যতে, চীন এবং রোমানিয়ার পাশাপাশি পূর্ব ইউরোপ এবং চীনের মধ্যে আরও বেশি বিনিময় হবে। আসলে ১৯৬০ এর পরে চীন ও রোমানিয়ার মধ্যে অনেকগুলো বিনিময় অনুষ্ঠান হয়েছে। তাই, সাংস্কৃতিক আদানপ্রদানের দিক থেকে, উভয় দেশের বোঝাপড়া খুব গভীর।" বেইজিং ওরিয়েন্টাল সিম্ফোনি অর্কেস্ট্রা থেকে আসা রোমানিয়ান সংগীতশিল্পী ওয়েই হুয়া এমনটি বলেন।

অনুষ্ঠানের আয়োজক বলেন, গালা অনুষ্ঠান একাধিক দেশীয় টিভি চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে। জিয়াংসু প্রদেশের কুনশান কেবল ৪০০ বিলিয়ন ইউয়ান এর জিডিপি’র একটি শহরই নয়, এটি ‘শত অপেরার জননী" খুন অপেরার জন্মস্থানও বটে। চীনে মধ্য ও পূর্ব ইউরোপের অনেক দেশের রাষ্ট্রদূতরাও এই গালার মাধ্যমে খুন অপেরার শক্তি অনুভব করেছিলেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn