বাংলা

চীন, মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির সহযোগিতা বসন্ত উত্সব গালা জিয়াংসু প্রদেশের কুনশানে অনুষ্ঠিত হয়েছে-China Radio International

criPublished: 2020-12-15 14:16:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

৫ ডিসেম্বর জিয়াংসু প্রদেশের কুনশানে চীন, মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির সহযোগিতায় বসন্ত উত্সবের গালা অনুষ্ঠিত হয়েছে। চীনে মধ্য ও পূর্ব ইউরোপীয় বেশ কয়েকটি দেশের দূত এবং কিছু সদস্য এ অনুষ্ঠানে অংশ নেন, যা কুনশানে একটি আন্তর্জাতিক পরিবেশ উপহার দিয়েছে।

উত্তর ম্যাসিডোনিয়ার মানুষ ম্যাথিয়াস কোসলিক্কা দেড় বছর ধরে চীনে কাজ করছেন এবং এখন তিনি একজন আধুনিক নৃত্যশিক্ষক। ম্যাথিয়াস বলেন যে, যখন তিনি কুনশান থেকে এই পারফরম্যান্সে অংশ নেওয়ার জন্য একটি আমন্ত্রণ পান, তখন তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। তার দৃষ্টিতে চীন একটি উন্মুক্ত ও বৈচিত্র্যময় দেশ। চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান এবং সহযোগিতা খুব স্বাভাবিক। তিনি বলেন, "আমন্ত্রণ পেয়ে আমি খুব অবাক হয়েছিলাম। তখনও আমি বুঝতে পারিনি যে এই গালা অনুষ্ঠান চীনের জন্য তাত্পর্যময় ও দুর্দান্ত। সুতরাং, তারা যখন আমাকে আমন্ত্রণ জানায়, আমি বলেছিলাম যে- আমি পারফর্ম করতে পারব। পরে যখন আমি আরও কিছু তথ্য পাই, তখন বুঝতে পারি যে, এটি চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির মধ্যে একটি সহযোগিতামূলক অনুষ্ঠান। আমি মনে করি এটি গোটা চীন এবং চীনা জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে, চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে খুব ভালো যোগাযোগ রয়েছে। চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিনিময় প্রকল্পগুলো ভাগাভাগি করা এবং সাংস্কৃতিক বিকাশের খুব ভাল সুযোগ এটি।”

যে থিয়েটারে গালা অনুষ্ঠিত হয়েছিল সেখানে কুনশানের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা জড়ো হয়েছিলেন। ১৪টি মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের কূটনীতিকরা সেখানে উপস্থিত ছিলেন, স্থানীয় অঞ্চলের জন্যও তা বেশ তাত্পর্যময়। চীন, মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে চীন-ইউরোপ সাংস্কৃতিক বিনিময় শক্তিশালীকরণ এবং অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন খাতে সহযোগিতার উন্নয়নে এ আয়োজন নতুন সুযোগ দিয়েছে। আড়াই ঘণ্টা সান্ধ্যকালীন গালায় চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির শিল্প দল দারুণ পরিবেশনা উপহার দেয়। এতে পূর্ব ও পশ্চিম এবং ঐতিহ্য ও আধুনিকতার এক মিশ্রণ দেখা যায়।

"চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের অভিনেতাদের পরিবেশনা আমার মনে গভীর ছাপ ফেলেছে। আমি আগে কখনও তা দেখি নি। আমি মনে করি, সংস্কৃতি প্রতিটি দেশের সেরা ‘রাষ্ট্রদূতের’ ভূমিকা পালন করে। আমি এই গালা উপভোগ করছি। আশা করি, এরকম একটি বিশেষ, অসামান্য সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের আরও বেশি সুযোগ পাবো।” চীনে স্লোভাকিয়ার রাষ্ট্রদূত দুসান বেলা এমনটিই বলছিলেন।

এই গালায় অংশ নেওয়া চীনা ও বিদেশি অভিনেতারা ভবিষ্যতে চীন, মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা বাড়ানোর লক্ষ্যে চীন ও বিদেশের মধ্যে আরও সাংস্কৃতিক সহযোগিতা এবং বিনিময় কার্যক্রমে অংশ নেওয়ার আশা প্রকাশ করেন।

কুনশান খুন থিয়েটার অভিনেতা ঝাং ইউ বলেন, "আমি এই চীন, মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির বসন্ত উত্সবের গালায় অংশ নিতে পেরে খুব আনন্দিত। এটি একটি ভালো সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম। আমি আশা করি, ভবিষ্যতে এ ধরণের আরও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আয়োজন করা হবে, যাতে আমাদের আন্তর্জাতিক বন্ধুরা আরও চীনা সংস্কৃতি উপভোগ করতে পারবে।"

"শিল্প আসলে একটি খুব ভাল দৃষ্টিকোণ। ভবিষ্যতে, চীন এবং রোমানিয়ার পাশাপাশি পূর্ব ইউরোপ এবং চীনের মধ্যে আরও বেশি বিনিময় হবে। আসলে ১৯৬০ এর পরে চীন ও রোমানিয়ার মধ্যে অনেকগুলো বিনিময় অনুষ্ঠান হয়েছে। তাই, সাংস্কৃতিক আদানপ্রদানের দিক থেকে, উভয় দেশের বোঝাপড়া খুব গভীর।" বেইজিং ওরিয়েন্টাল সিম্ফোনি অর্কেস্ট্রা থেকে আসা রোমানিয়ান সংগীতশিল্পী ওয়েই হুয়া এমনটি বলেন।

অনুষ্ঠানের আয়োজক বলেন, গালা অনুষ্ঠান একাধিক দেশীয় টিভি চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে। জিয়াংসু প্রদেশের কুনশান কেবল ৪০০ বিলিয়ন ইউয়ান এর জিডিপি’র একটি শহরই নয়, এটি ‘শত অপেরার জননী" খুন অপেরার জন্মস্থানও বটে। চীনে মধ্য ও পূর্ব ইউরোপের অনেক দেশের রাষ্ট্রদূতরাও এই গালার মাধ্যমে খুন অপেরার শক্তি অনুভব করেছিলেন।

হাঙ্গেরীয় সাংস্কৃতিক পরামর্শদাতা সোনজা বুসলিগ তাঁর পুরো পরিবার নিয়ে কুনশানে এসেছিলেন। তারা খুন অপেরা থিয়েটারের খুন অপেরা সাংস্কৃতিক কেন্দ্রে প্রবেশের সাথে সাথে বাচ্চারা অপূর্ব পোশাক ও সাজ-সজ্জা দেখে আকৃষ্ট হয়ে অপেরার প্রতি অনুরাগী হয়ে ওঠে।

তিনি বলেন, "আমার ছেলে খুন অপেরা সাংস্কৃতিক কেন্দ্রটি খুব পছন্দ করেছে। সে প্রদর্শনীর প্রতি খুব আগ্রহী। বইয়ে সে যে গল্পগুলি পড়েছে, সে সম্পর্কে তার প্রচুর প্রশ্ন রয়েছে। আমার ছেলে অনুষ্ঠানের উপকরণ ও প্রপসও পেয়েছিল। আমি মেকআপ, অপূর্ব হেডওয়্যার এবং অপেরা অভিনেতাদের পোশাক দেখে মুগ্ধ হয়েছি।"

স্লোভাক রাষ্ট্রদূত ডুচাম্প বেলা পুরো পারফরম্যান্সটি তার মোবাইল ফোনে রেকর্ড করেছেন। তিনি বলেন, "খুন অপেরা খুব আকর্ষণীয়। আমি এটি আমার স্ত্রীকে পাঠাতে চাই এবং তিনি নিশ্চয়ই খুব অবাক হবেন।"

খুন অপেরা চীনা অপেরার মধ্যে প্রাচীন ঘরানার। এর ৬০০ বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে এবং এটি প্রায় সব ঐতিহ্যবাহী চাইনিজ অপেরাতে প্রভাব ফেলেছে। ২০০১ সালে, খুন অপেরাকে ইউনেস্কো ‘মানুষের মৌখিক ও অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার’ হিসেবে তালিকাভুক্ত করেছিল।

খুন অপেরা শিল্প রক্ষার জন্য কুনশানের খুন অপেরা জাদুঘর এবং খুন অপেরা সংস্কৃতিকেন্দ্র স্থাপন করা হয়। পাশাপাশি খুন অপেরা গবেষণাসংস্থা এবং খুন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মতো দল ও সংস্থা গড়ে ওঠে।

Share this story on

Messenger Pinterest LinkedIn