বাংলা

আগামী ৫০ বছরে চীন-ব্রাজিল ‘সোনালী অংশীদার’-এর গল্প আরও আকর্ষণীয় হবে

CMGPublished: 2024-11-22 18:30:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রধান উন্নয়নশীল দেশের প্রতিনিধি হিসেবে চীন-ব্রাজিল সম্পর্ক বিশ্ব শাসনের উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। ইউক্রেন সঙ্কটের রাজনৈতিক মীমাংসার প্রচারে যৌথভাবে ‘ছয় দফা ঐকমত্য জারি করা থেকে শুরু করে ফিলিস্তিন ও ইসরায়েলকে যৌথভাবে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো এবং ‘দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা, চীন ও ব্রাজিল সত্যিকার বহুপাক্ষিকতা অনুশীলন করেছেন এবং সত্য কথা বলার জন্য জোর দিয়েছে। এবার চীন ও ব্রাজিল সর্বসম্মতিক্রমে বলেছে যে তারা ক্ষুধা ও দারিদ্র্য, আঞ্চলিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা ইত্যাদি প্রথাগত ও অপ্রচলিত ক্ষেত্রে নিরাপত্তা চ্যালেঞ্জগুলোকে যৌথভাবে মোকাবেলা করতে জাতিসংঘ, জি২০ এবং ব্রিক্স-এর মতো বহুপাক্ষিক ব্যবস্থার মধ্যে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।

একটি ব্রাজিলীয় প্রবাদ আছে, ‘বন্ধুত্ব হল ওয়াইনের মতো, যত বেশি দিন স্থায়ী হয়, তত ভাল হয়।‘ ৫০ বছর পর, চীন-ব্রাজিল সম্পর্ক একটি নতুন সূচনা বিন্দুতে দাঁড়িয়েছে, পূর্ব এবং পশ্চিম গোলার্ধের ‘সোনালী অংশীদার’ একটি অভিন্ন কল্যাণ ও লক্ষ্যের পৃথিবী গঠনে একসাথে কাজ করবে। প্রেসিডেন্ট সি ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলেকে উদ্ধৃত করে বলেছেন: “সবচেয়ে চমত্কার গোল হল পরেরটি”। চীন-ব্রাজিল সম্পর্কের আরও চমত্কার অধ্যায় ভবিষ্যতে উন্মোচিত হবে।"

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn