বাংলা

সিএমজি সম্পাদকীয়: চীন ও যুক্তরাষ্ট্রের যোগাযোগের ক্ষেত্রে প্রথমে মূল বিষয় ঠিক করতে হবে

CMGPublished: 2024-08-30 16:14:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের সঙ্গে যোগাযোগ করলে সঠিক কৌশলগত বোঝাপড়া স্থাপন করতে হয়, প্রথমে চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী বা অংশীদার এই মূল প্রশ্নের উত্তর দিতে হয়। চীন, আশা করে চীন ও যুক্তরাষ্ট্র এ দু’টি ভিন্ন সভ্যতা, ব্যবস্থা, ভিন্ন পথে যাওয়ার দেশ শান্তিপূর্ণভাবে সহাবস্থান ও একসঙ্গে উন্নয়নের উপায় খুঁজতে পারবে এবং একই দিকে যাবে। সুলিভান যুক্তরাষ্ট্রের আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র আশা করে চীনের সঙ্গে কৌশলগত যোগাযোগ বজায় রাখবে, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক অব্যাহত উন্নয়নের উপায় খুঁজে পাবে।

সুলিভানের এবারের চীন সফর হল চীনের সঙ্গে নতুন দফা কৌশলগত যোগাযোগ এবং দু’দেশের শীর্ষনেতার সান ফ্রান্সিসকো ঐকমত্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীন প্রকাশিত প্রতিবেদন অনুসারে, উভয়পক্ষ ‘অকপট, বাস্তব ও গঠনমূলক আলোচনা করেছে’ এবং অদূর ভবিষ্যতে দুই নেতার নতুন দফা যোগাযোগ নিয়ে আলোচনা করেছে। এবারের চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের যোগাযোগ সম্পর্কে হোয়াইট হাউস ইতিবাচক মূল্যায়ন করেছে। এ থেকে দেখায়, উভয়পক্ষ পার্থক্য ও মতভেদ নিয়ন্ত্রণ করতে এবং সম্পর্ক স্থিতিশীল রাখতে ইচ্ছুক। কিছু বিশ্লেষক বলেন, সুলিভান চীনে সফরের আগে বেইজিং স্পষ্টভাবে অবস্থান প্রকাশ করেছিল, এর উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র, চীনের মূল স্বার্থকে সম্মান করার বিষয়ে সতর্কবার্তা দেওয়া এবং অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডার কারণে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষতি না করা, যাতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক একটি স্থিতিশীল ও অনুমানযোগ্য দিকে উন্নয়ন নিশ্চিত করবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn