বাংলা

‘ভুয়া গণতন্ত্র, বাস্তবে তাইওয়ানের স্বাধীনতা’ প্রয়াসের কৌশল আন্তর্জাতিক সম্প্রদায়কে বোকা বানাতে পারবে না: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2024-05-25 19:58:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২৩ ও ২৪ মে চীনের গণমুক্তি ফৌজের পূর্বাঞ্চলের নির্দেশনায় তাইওয়ানের চারপাশে ‘জয়েন্ট সোর্ড-২০২৪’ সামরিক মহড়া আয়োজন করা হয়। এটি শুধুমাত্র ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’ বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর জন্য একটি কঠোর ব্যবস্থা নয়, বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে একটি গুরুতর সতর্কবাণী। চীনের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করার সংকল্প এবং সক্ষমতা ঘোষণা করার জন্য একটি বৈধ এবং প্রয়োজনীয় পদক্ষেপও বটে।

তাইওয়ান চীনের তাইওয়ান,তথাকথিত ‘বিশ্বের তাইওয়ান’ নয়। লাই ছিং ত্য এবং তার মতো ব্যক্তিরা বহিরাগত শক্তির সাথে যতই যোগসাজশ করুন না কেন, তাইওয়ান যে চীনের অংশ, এবং চীনের সঙ্গে চূড়ান্ত পুনর্মিলনের ঐতিহাসিক প্রবণতাকে থামাতে পারবে না তারা। ‘স্বাধীন তাইওয়ানে’র কোন ভবিষ্যত নেই। যারা দেশকে বিভক্ত করার এবং জাতীয় স্বার্থ বিক্রি করার চেষ্টা করছে তাদের ‘ভুয়া গণতন্ত্র এবং বাস্তবে তাইওয়ানের স্বাধীনতা’ প্রয়াসের কৌশলটি আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতারিত করতে পারবে না।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn