ফিলিপাইনে বিনিয়োগ বাড়ানোর মার্কিন প্রতিশ্রুতির আসল উদ্দেশ্য কি?: সিএমজি সম্পাদকীয়
রাইমন্ডোর সফরের প্রাক্কালে ফিলিপাইন দুটি কোস্ট গার্ড জাহাজ ও দুটি রসদ জাহাজ চীনের রেন আই ক্লিফে অনুপ্রবেশ করে এবং ইচ্ছাকৃতভাবে একটি চীনা কোস্ট গার্ড জাহাজকে ধাক্কা দেয়। আর সিএনএন এমন ভুয়া খবর প্রচার করে যে, ফিলিপাইনের জাহাজ চীনের আঘাত শিকার হয়েছে। এবার রাইমন্ডো যুক্তরাষ্ট্র-ফিলিপাইনের জোট ‘অবিনশ্বর’ – এ কথার মধ্য দিয়ে নিজেদের ইন্দো-প্যাসিফিক যুদ্ধ-গাড়িতে ফিলিপাইনকে বাঁধতে চায়।
ফিলিপাইন অবশ্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য বোঝে। তবে তারা এর থেকে কিছু লাভ করতে চায়। যেমন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের মাধ্যমে চীনের রেন আই ক্লিফ ও হুয়াং ইয়ান দ্বীপ দখল এবং চীনের সেমিকন্ডাক্ট খাতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দমন নীতি থেকে নিজের স্বার্থসিদ্ধি। তবে নিজের নয়, এমন জিনিসের প্রতি লোভ করলে শেষে মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখলে বড় ক্ষতি হতে পারে।