বাংলা

আগামী ১০ বছরে বিশ্বের আধুনিকায়ন বাস্তবায়নে চীনের ভূমিকা

CMGPublished: 2023-10-19 14:50:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আধুনিকায়ন সবাই চায় তবে এটি এক কঠিন কাজ। বর্তমানে বিশ্বব্যাপী মাত্র ২০টির মতো দেশ আধুনিকায়ন বাস্তবায়ন করেছে। উন্নয়নশীল দেশগুলোতে কীভাবে আধুনিকায়ন বাস্তবায়ন সম্ভব? গতকাল (বুধবার) অনুষ্ঠিত তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক শীর্ষ সহযোগিতা ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় চীন। তিনি বলেন, চীন একসাথে ‘বেল্ট অ্যান্ড রোড’-এর যৌথ নির্মাণকে উচ্চ মানের উন্নয়ন পর্যায়ে নিয়ে যাবে এবং বিশ্বের নানা দেশের আধুনিকায়ন বাস্তবায়নে প্রচেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি প্রেসিডেন্ট সি ‘বেল্ট অ্যান্ড রোড’-এর উচ্চ মানের যৌথ নির্মাণ এগিয়ে নিতে ৮টি কার্যক্রমের কথা ঘোষণা করেন, যাতে প্রতিফলিত হয় আগামী ১০ বছরে ‘বেল্ট অ্যান্ড রোড’-এর যৌথ নির্মাণের সুন্দর প্রত্যাশা ও বাস্তবায়নের উপায়।

এ সম্পর্কিত একজন বিশেষজ্ঞ চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, শতাধিক বছরে নজিরবিহীন অনিশ্চয়তা ও বৈশ্বিক ঝুঁকি এবং চ্যালেঞ্জের মুখে প্রসিডেন্ট সি ‘বেল্ট অ্যান্ড রোড’-এর উচ্চ মানের উন্নয়ন বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করেছেন। চীন উত্থাপিত ৮টি কার্যক্রমের উদ্দেশ্য স্পষ্ট ও বাস্তব। এটা যেমন নতুন যুগের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং ‘বেল্ট অ্যান্ড রোড’-এর উচ্চ মানের উন্নয়নের দিকনির্দেশনা, তেমনি বিশ্বের আধুনিকায়নে আগামীর চালিকাশক্তি। একটি বৃহৎ দেশ হিসেবে চীন বিশ্বের সহযোগিতা ও অভিন্ন উন্নয়ন এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব বহন করছে।

গত ১০ বছরে ‘বেল্ট অ্যান্ড রোড প্রস্তাবের আওতায় ‘সার্বিয়ার স্মেডেরেভো ইস্পাত কারখানা, মালদ্বীপের ক্রস-সি ব্রিজ, নাইজেরিয়ার দুর্গম গ্রামের নেটওয়ার্ক, দক্ষিণ আফ্রিকার বায়ুবিদ্যুৎ প্রকল্পসহ নানা প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং নানা দেশের উন্নয়ন ও আধুনিকায়ন বাস্তবায়নে সহায়তা করা হয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn