বাংলা

চীনের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে অবিচল থাকবে সলোমন প্রধানমন্ত্রী: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2023-07-15 19:03:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবারের সফলের দুদিন আগে বৃটেন থেকে মুক্তকরণের ৪৫ বছর বার্ষিকী উপলক্ষ্যে বক্তব্য দেওয়ার সময় মেনসি সোগাভারে দেশের উন্নয়নকে প্রাধান্য দিতে জোর দিয়ে বলেন। তাই চীন সফরকালে উন্নয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চার বছরে সলোমন দ্বীপপুঞ্জ বর্তমানে দ্রুত উন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে উপকৃত হয়েছে। বর্তমানে চীন সলোমন দ্বীপপুঞ্জের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, বৃহত্তম রপ্তানিকারক গন্তব্য দেশ। চীনে সলোমনের রপ্তানি পরিমাণ তার মোট পরিমাণের তিন ভাগের দু ভাগ ছাড়িয়েছে। চীনের দারিদ্র্যবিমোচনের অভিজ্ঞতা, অর্থনৈতিক উন্নয়নের প্রাণশক্তি এবং উন্নয়নশীল দেশগুলোকে চীনের সহযোগিতাসহ নানা ক্ষেত্রে সলোমনও সুযোগ ভোগ করছে। সফরকালে দু’দেশ সহযোগিতা, বাণিজ্য, বেসামরিক বিমান যোগাযোগ, কাস্টমস এবং জলবায়ুসহ নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরিত হয়েছে, যা বাস্তব সহযোগিতাকে আরও গভীরতর করে যাবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn