বাংলা

শ্রমিক দিবসের ছুটিতে আরও চাঙ্গা হয়েছে চীনের অর্থনীতি

CMGPublished: 2023-05-05 15:26:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শ্রমিক দিবসের ছুটিতে চীনের পর্যটন খাতে সৃষ্টি হয়েছে নানা রেকর্ড। এসময় সকল টিকেট বিক্রি হয়ে যায়। চীনে শক্তিশালী ভোক্তা ব্যয় দেখা যায়। চীনের অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। সদ্য সমাপ্ত শ্রমিক দিবসের ছুটিতে বিদেশী অনেক তথ্যমাধ্যম চীনের অর্থনীতির ওপর দৃষ্টি রেখেছে। তারা একে উত্সাহব্যঞ্জক সংকেত বলে অভিহিত করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল চীনের শাংহাই শহরের একজন বাসিন্দাকে উদ্ধৃত করে লিখেছে যে ছুটির সময় ট্রেনের টিকেট কিনতে আগাম অ্যালার্ম সেট করতে হয়েছে।

চি পো শহরে খাবারের বিশেষ ট্রেন, চেং তু শহরে পান্ডা দেখার বিশেষ ট্রেন এবং তালি শহরে টিভি নাটক শুটিং সাইটে গমনের বিশেষ ট্রেন চালু হয়। চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শ্রমিক দিবসের ছুটিতে মোট ২৭.৪ কোটি মানুষ অভ্যন্তরীণ ভ্রমণ করেছে, তা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৭০.৮৩ শতাংশ বেশি। ফলে অভ্যন্তরীণ ভ্রমণ আয় ছিল ১৪৮ বিলিয়ন ইউয়ানের বেশি, তা গেল বছরের তুলনায় ১২৮.৯ শতাংশ বেশি। হোটেল বুকিংয়ের পরিমাণ ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১০ গুণ বেড়েছে।

ছুটির সময়ে পর্যটন ছাড়া ক্যাটারিংসহ অন্যান্য সেবা শিল্পও জমজমাট ব্যবসা করেছে। একটি ই-কমার্স প্ল্যাটফর্মের উপাত্ত অনুযায়ী, ছুটির প্রথম তিন দিনে চীনে অনলাইনে সেবা গ্রহণের পরিমাণ ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১৩৩ শতাংশ বৃদ্ধি পায়, তা গেল ৫ বছরে সবচেয়ে বেশি। কোন কোন রেস্তোরাঁয় সহস্রাধিক মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। তাছাড়া, ছুটির সময়ে বক্স অফিস আয় ছিল ১৫০ কোটি ইউয়ান, তা চীনের শ্রমিক দিবসের ছুটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

বিদেশ ভ্রমণ সম্পর্কিত নীতি সমন্বয়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি চীনা পর্যটক এবারের ছুটিতে বিদেশে গিয়েছেন। সংশ্লিষ্ট পর্যটন প্ল্যাটফর্মের উপাত্ত অনুযায়ী, বিদেশ গমনের বুকিং পরিমাণ ২০২২ সালের একই সময়ের তুলনায় ১৮ গুণ বেড়েছে। থাইল্যান্ড, মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাতসহ নানা জায়গা জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn