বাংলা

রাজনৈতিক পদ্ধতি ইউক্রেন সংকট সমাধানের সঠিক উপায়: সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2023-02-25 19:20:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ২৫: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সংকট শুরুর এক বছর পূর্তি হয়। বিগত এক বছরে, এ সংকট শুধু ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করেছে, তা নয়, বরং বিশ্বের জন্যও আরও বেশি অনিশ্চয়তা ও অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রশ্ন হচ্ছে: কিভাবে এ সমস্যার সমাধান করা যায়? যুদ্ধবিরতি কিভাবে বাস্তবায়ন করা যায়? এ সব প্রশ্নের উত্তর দিতেই, গত ২৪ ফেব্রুয়ারি চীন ‘রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানবিষয়ক চীনা অবস্থান’ শীর্ষক ধারণাপত্র প্রকাশ করে। এ ধারণাপত্র ইউক্রেন সংকট সমাধানে চীনা প্রস্তাব।

বিগত এক বছরে ইউক্রেন সংকটের বৈশ্বিক প্রভাব চিন্তা করলে, চীনের এই প্রস্তাবের মূল্য ও অর্থ আরও স্পষ্টভাবে উপলব্ধি করা যাবে। এ সংকটে রাশিয়া ও ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশ্বের জ্বালানি ও খাদ্য সরবরাহ-ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়ছে, পারমাণবিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়েছে, এবং বিশ্বায়নের প্রক্রিয়াও মুখ থুবড়ে পড়েছে।

ইউক্রেন সংকট বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। এই বার্তা বলছে: এই যুগে সংঘর্ষ ও যুদ্ধে কেউ জয়ী হতে পারে না; সংলাপ ও আলোচনা হচ্ছে সংকট মোকাবিলার একমাত্র পথ।

ইউক্রেন সংকট সমাধানের জন্য চীন কাজ করে আসছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এ ব্যাপারে ধারাবাহিক প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানের সঠিক পথ দেখিয়েছেন। ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত চীনের ‘রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানবিষয়ক চীনা অবস্থান’ শীর্ষক ধারণাপত্র রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানের লক্ষ্যে উত্থাপিত একটি সার্বিক প্রস্তাব। এতে মোট ১২টি বিষয় স্থান পেয়েছে, যা শান্তির জন্য বড় দেশ হিসেবে চীনের আকাঙ্খার প্রতিফলন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn