বাংলা

নতুন অগ্রযাত্রায় চীন, নতুন সুযোগের মুখে বিশ্ব: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2022-10-24 14:42:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ২৪: গতকাল (রোববার) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যগণ দেশি-বিদেশি সাংবাদিকদের সামনে হাজির হয়েছেন। এসময় সিপিসির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর ভাষণে নতুন যুগে নতুন অগ্রযাত্রায় সিপিসি’র কেন্দ্রীয় কর্তব্য তুলে ধরেছেন। মানুষের সুন্দরতম জীবনের প্রত্যাশা পূরণ এবং নিজের উন্নয়নে বিশ্বের জন্য আরও সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন সি চিন পিং।

তিনি বলেন, আজকের চীনকে বুঝতে গেলে সিপিসিকে বুঝতে হবে। সদ্য সমাপ্ত সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস নতুন যুগে নতুন অগ্রযাত্রায় দ্বিতীয় শতবার্ষিক লক্ষ্য বাস্তবায়নে দিকনির্দেশনা দিয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক সমাজকে সিপিসি’র রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জানার সুযোগও প্রদান করেছে। আজ (সোমবার) চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, কংগ্রেসের মধ্যে ‘চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়ন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। কংগ্রেসে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের বৈশিষ্ট্য ও মূল বিষয় জোরালো হয়েছে এবং সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠন এবং চীনা জাতির সার্বিক পুনরুত্থানের বিষয়ে কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে।

দেশি-বিদেশি সাংবাদিকদের সি চিন পিং বলেন, চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়ন সিপিসি ও চীনা জনগণের দীর্ঘকালীন অনুশীলন ও অনুসন্ধানের সাফল্য। এটি একটি মহান ও বলিষ্ঠ কাজ। মহান ও বলিষ্ঠ শব্দ দুটি বলতে গেলে ১৪০ কোটি চীনা জনগণের আধুনিকায়নে প্রবেশের পাশাপাশি সকলের অভিন্ন সমৃদ্ধি, বৈষয়িক ও আধ্যাত্মিক সভ্যতা বাস্তবায়নকে বুঝায়। সেসঙ্গে প্রকৃতি ও মানুষের সম্প্রীতিময় সহাবস্থান এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাওয়াকে নির্দেশ করে। পশ্চিমা দেশগুলোর আধুনিকায়নে পুঁজি কেন্দ্রে দুটি পোলারাইজেশন এবং বাইরে বিস্তারের লক্ষণ দেখা দেয়। চীনের এ আধুনিকায়নের পথ মানব জাতির বহুল সমস্যা সমাধান করা হয়েছে, যা আধুনিকায়ন বাস্তবায়নে মানব জাতির জন্য নতুন বিকল্প প্রদান করেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn