চীন-পেরু সৃজনশীল সহযোগিতার বাতি প্রজ্বলিত করে সিএসজি
ওয়াল্টার স্কিউটো বললেন, যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণের সহযোগিতা আরো গভীর ও বাস্তব রূপ নেবার সঙ্গে সঙ্গে পেরু ও চীনের অবকাঠামো ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা দিন দিন গভীর হয়ে উঠেছে। পরবর্তীতে সিএসজি’র সমর্থনে পেরু প্লুজ ইতিবাচকভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাড়া দিয়ে, সহযোগিতা জোরদার করে, অব্যাহতভাবে সৃজনশীলতার মাধ্যমে, সার্বিকভাবে কোম্পানির বিদ্যুত্ সরবরাহ ক্ষমতা ও বিদ্যুৎ সরবরাহ মান উন্নীত করে, দেশটির অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন প্রাণশক্তি যোগাবে।
উল্লেখ্য, সিএসজি ২০০২ সালের ২৯ ডিসেম্বরে প্রতিষ্ঠিত। এটি চীনের দক্ষিণাঞ্চলের পাঁচটি প্রদেশ ও অঞ্চলে পরিষেবা প্রদানের পাশাপাশি হংকং, ম্যাকাও অঞ্চল এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর গ্রিডের সাথে সংযুক্ত। বিদ্যুৎ সরবরাহের আয়তন ১ মিলিয়ন বর্গকিলোমিটার। ১১.৬ কোটি পরিবারের ২৭.২ কোটি মানুষের জন্য বিদ্যুত্ সরবরাহ করে এটি। এ ছাড়া সিএসজি ধারাবাহিকভাবে বিশ্বের ৫০০ শক্তিশালী প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত থেকে, ইতিবাচকভাবে সর্বোচ্চ কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস এবং কার্বন নিরপেক্ষ লক্ষ্য বাস্তবায়নে সহায়তা দেয়।