বাংলা

ডিজিটাল ক্ষমতায়ন: চীন-লাওস রেলপথ বরাবর সমৃদ্ধির চালিকাশক্তি

CMGPublished: 2024-11-04 14:33:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মোহান বন্দর হচ্ছে লাওসে যেতে চীনের গুরুত্বপূর্ণ জাতীয় পর্যায়ের স্থলবন্দর এবং দক্ষিণ-পূর্ব এশিয়াগামী গুরুত্বপূর্ণ চ্যানেল। চীন-লাওস রেলপথ চালু হওয়া থেকে মোহান রেলপথটির ‘জাতীয় দরজার প্রথম স্টেশনে’ পরিণত হয়েছে এবং উন্নয়নে ‘ত্বরিত গতি’ সঞ্চার করেছে। রেলপথ চালু হবার পর, অনেক মাঝারি ও ছোট আকারের প্রতিষ্ঠান পরপর মোহানে চলে আসে। ফলে, কর্মী ও গাড়ির সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে।

সমস্যাটি সমাধান করতে, শুও ওয়ো মোটর গাড়ি টেস্টিং ম্যানেজমেন্ট কোং, লিমিটেড মোহানে আসে। নির্মাণের প্রক্রিয়ায় পরীক্ষার সুবিধাজনক চাহিদা পূরণ করার জন্য কোম্পানির তথ্যায়ন নির্মাণে আরো জোরালো প্রয়োজনীয়তা সামনে রাখা হয়েছে। চায়না টেলিকম কর্পোরেশন লিমিটেড শিশুয়াংবাননা শাখা কোম্পানি প্রতিষ্ঠানগুলোর জন্য এন্ড টু এন্ড তথ্য ব্যবস্থাপনা স্কিম চালু করে যাতে সম্পূর্ণ নেটওয়ার্কের মাধ্যমে এখানকার গাড়ি পরীক্ষার অটোমেশন বাস্তবায়িত হয়েছে।

চীন-লাওস রেলপথ চালু হওয়া থেকে খুনমিং থেকে মোহান পর্যন্ত রেলপথে যাবার ৪০০ কিলোমিটারের বেশি রেলপথ বরাবর প্রতিষ্ঠানের উন্নয়ন আরো স্থিতিশীল, জনগণ আরো বেশি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, মানুষের যাতায়াত আরো সুবিধাজনক, জীবন আরো সমৃদ্ধ হচ্ছে। বর্তমানে চীন ও লাওস সংযুক্তি গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবে চীন-লাওস রেলপথ বরাবর ডিজিটাইজেশন দিন দিন সম্পূর্ণ হয়ে উঠছে, চীন-লাওস রেলপথের ছড়িয়ে পড়া ও নেতৃত্বাধীন ভুমিকা নতুন চালিকাশক্তি যোগাচ্ছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn