বাংলা

তা পিয়ে পাহাড়ী গ্রামাঞ্চলে নতুন ঘটনা

CMGPublished: 2024-10-25 15:17:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার পর, তোং ইউয়ে গ্রাম ভবিষ্যতে কোন পথে যাবে? এ ক্ষেত্রে সাধারণ সম্পাদক জোর দিয়ে বলেছেন, শুধু বাইরে থেকে রক্ত দিলে চলবে না, ভেতরেও রক্তা তৈরির প্রচেষ্টা চালাতে হবে। দারিদ্র্যমুক্তকরণের পরে, জীবন অবশ্যই আরও উন্নীত হবে। একটি সুখী এবং উন্নত জীবনের সাধনা একটি চলমান প্রক্রিয়া।

সাম্প্রতিক বছরগুলোতে তোং ইউয়ে গ্রাম ‘সিপিসি’র শাখা যোগ নতুন কৃষি ব্যবসায়িক সত্তা যোগ কৃষক’ মডেলের মাধ্যমে গ্রামবাসীদের তাদের আয় বাড়াতে এবং ধনী হতে পরিচালনা করেছে।

দরিদ্র থেকে ধনী হন, আবার ধনী হওয়ার পরিচালনাকারী হয়েছেন ইয়াং ছাং টাই। গত পাঁচ বছরে তার সেসব নতুন পরিবর্তন হয়েছে। ভবিষ্যত উন্নয়নের বিষয়ে ইয়াং ছাং টাই এর একটি সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। তিনি বলেন, “সাধারণ সম্পাদক আমাদেরকে একটি সুখী এবং উন্নত জীবন অনুসরণ করতে উত্সাহিত করেন। আমার জন্য যে কাজ করতে হবে, সেটি হলো শিল্পকে ভালভাবে বিকাশ করা এবং অনুশীলনের মধ্যে নতুন মডেলগুলো অন্বেষণ করতে থাকা, যাতে আরও বেশি গ্রামবাসী ধনী হতে পারে।”

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn