তা পিয়ে পাহাড়ী গ্রামাঞ্চলে নতুন ঘটনা
চীনের তা পিয়ে পর্বতমালার উত্তর-পশ্চিম পাদদেশে অবস্থিত তোং ইউয়ে গ্রাম। দশ বছরেরও বেশি আগে, এই গ্রাম একটি জাতীয় স্তরের দারিদ্র্য-পীড়িত গ্রাম ছিল, যার জনসংখ্যা ২ হাজার জনের কিছু বেশি। তাদের মধ্যে এক-চতুর্থাংশ দরিদ্র পরিবার নিবন্ধিত ছিল। ইয়াং ছাং টাই তাদের মধ্যে একজন। এখনও সেই দিনগুলোর কথা তাঁর মনে পড়ে। তিনি বলেন, “আমি একটি গাড়ি দুর্ঘটনার কারণে দরিদ্র হয়েছি। গ্রামের অন্যান্য দরিদ্র পরিবারের বেশিরভাগও বয়স্ক বা প্রতিবন্ধী। যখন মিটিংয়ে যাই, তখন আমি সবসময় পিছনে বসে থাকতাম। আমি কারো দিকে তাকানোর সাহস করিনি।”
লক্ষ্যযুক্ত দারিদ্র্য বিমোচনের নীতি বাস্তবায়নের পর থেকে, ইয়াং ছাং টাই গ্রামের ‘দুটি কমিটি’ এবং কর্মীদের সাহায্যে সঠিক শিল্প উন্নয়নের পথ খুঁজে পান। ২০১৫ সালে তিনি শুধু দারিদ্র্য থেকে বেরিয়ে আসেননি, তিনি অন্যান্য গ্রামবাসীদেরও তাদের আয় বৃদ্ধিতে সাহায্য করেছেন। ২০১৯ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তোং ইউয়ে গ্রামে পরিদর্শন করেন। ইয়াং চাং টাই ও স্বচ্ছল হওয়া অন্য ৫ ব্যক্তি মুখোমুখী বসে সি চিন পিংকে তাদের সাফল্যের গল্প শোনান।
সাধারণ সম্পাদকের কথাগুলো তোং ইউয়ে গ্রামের মানুষকে দারুণ অনুপ্রেরণা দিয়েছে। আজ, তোং ইউয়ে গ্রামের শুধু একটি সুন্দর পরিবেশ নয়, বরং সমৃদ্ধ শিল্পও রয়েছে। গ্রামবাসীরা বাড়ির পাশেই সারা দেশে উচ্চমানের চাল, ক্যামেলিয়ার তেল, লবণাক্ত হাঁসের ডিম এবং অন্যান্য কৃষি ও সাইডলাইন পণ্য অনলাইনে বিক্রি করতে পারছেন। তোং ইউয়ে গ্রামের সিপিসি’র সম্পাদক ইয়াং ছাং চিয়া গত কয়েক বছরের পরিবর্তনগুলো স্মরণ করে গর্বিতভাবে বলেন, “এখন যখন গ্রামের লোকেরা বাইরে যায়, তখন তারা তাদের মাথা উঁচু করে নিজেকে তোং ইউয়ে গ্রামের মানুষ বলেন। তাদের কণ্ঠস্বর আরও বলিষ্ঠ হয়েছ।”