বাংলা

আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করে চীনা প্রদর্শনী অর্থনীতি

CMGPublished: 2024-10-21 10:34:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বৈদেশিক বাণিজ্যের বড় প্রদেশ কুয়াংতোং ১৩৫ বার ক্যান্টো মেলার আয়োজন করেছে এবং চীনের সবচেয়ে সুদীর্ঘ ইতিহাসের বহুমুখী আন্তর্জাতিক বাণিজ্য মহা-সম্মেলনে পরিণত হয়ে বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। ‘চীনের ই-কর্মাস নগর’, ‘ডিজিটাল অর্থনীতির প্রথম নগর’, হাংচৌ ডিজিটাল বাণিজ্য মেলার স্তম্ভ হিসেবে বিশ্ব ডিজিটাল বাণিজ্য ক্ষেত্রের প্রতীকিমূলক মেলা তৈরি করার চেষ্টা চালায়।

চায়না কনভেনশন/প্রদর্শনী/ইভেন্ট সোসাইটির (সিসিইইএস) প্রধান ছ্যুই ওয়েসি বলেন, চীনের অনেক জায়গা নিজেদের কার্যকরী অবস্থান এবং উন্নয়ন চাহিদা অনুযায়ী, বেশ কিছু প্রদর্শনীর মাধ্যমে সুবিধাজনক বৈশিষ্ট্য সুসংহত করার পাশাপাশি আন্তর্জাতিক প্রভাবশক্তি উন্নীত করেছে।

এছাড়া, বিভিন্ন জায়গার প্রদর্শনী অর্থনীতি সম্মেলন, ফোরাম, উত্সব ও কার্যক্রমসহ বহুমুখী দিকে উন্নয়ন করে, স্থানীয় নতুন পণ্যভোগের বৃদ্ধি পয়েন্ট লালন করে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn