বাংলা

আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করে চীনা প্রদর্শনী অর্থনীতি

CMGPublished: 2024-10-21 10:34:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি অনেক বিদেশি ভ্রমণ ব্লগার চীনের সংস্কৃতি ও পর্যটন শিল্প মেলায় অংশ নেওয়ার জন্য প্রথমবারের মতো চীনের থিয়ানচিনে আসেন এবং দ্রুত শহরটিকে ভালোবেসে ফেলেন।

‘থিয়ানচিনে কী কী চীনা সংস্কৃতির বৈশিষ্ট্যময় দর্শনীয় স্থান আছে’, ‘থিয়ানচিনে কী কী বৈশিষ্ট্যময় হাল্কা খাবার আছে’, ‘আমার জন্য দু’দিন থিয়ানচিন ভ্রমণের বন্দোবস্ত করুন’—মোলদভার পূর্ণকালীন ভ্রমণ ব্লগার আইরিন মেলা চলাকালে ‘সাংস্কৃতিক ভ্রমন বুদ্ধিমান এসকর্ট’ ব্যবস্থার মাধ্যমে দ্রুতভাবে থিয়ানচিন ভ্রমণ টিপস পান।

“চীনের প্রত্যেক শহর অদ্বিতীয়। থিয়ানচিনও।” আইরিন এমন কথা বলেছেন। তিনি থিয়েনচিনে তাঁর দেখাশোনার বিষয়গুলো নিজের সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে পোস্ট করেন, যাতে আরো বেশি বিদেশী নেটিজেন শহরটির আকর্ষণীয় শক্তিও অনুভব করতে পারবেন।

ব্রিটিশ পর্যটক মিকায়েলা বলেন, চীনে আসলে ভূ-বৈচিত্র্য আপনাকে বিস্মিত করবে। মেলায় তিনি শুধু থিয়ানচিনের বৈশিষ্ট্যময় হাল্কা খাবার খান নয়, বরং খুব কাছে থেকে চীনা সংস্কৃতি অনুভব করেছেন।

থিয়ানচিন জাতীয় সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রের কর্মী সোং মিংছুন জানান, ২০২১ সালের জুন প্রথম পর্ব প্রদর্শনী হল চালু হওয়া থেকে এ পর্যন্ত মোট ৯৪টি প্রদর্শনী, সম্মেলন বা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দর্শকের সংখ্যা ৪৫ লাখের বেশি।

চীনে প্রদর্শনী শিল্প উন্মুক্তকরণ মাত্রা, উন্নয়ন প্রাণশক্তি ও সুপ্তশক্তি পরিমাপ করা গুরুত্বপূর্ণ প্রতীকগুলোর অন্যতমে পরিণত হয়েছে। থিয়ানচিন ব্যুরো অফ কমার্সের প্রধান সুন চিয়াননান বলেন, প্রদর্শনী হলো থিয়ানচিনের অর্থনৈতিক সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার গুরুত্বপূর্ণ আকর্ষণীয় শক্তি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn